গুরমীত রাম রহিম সিংয়ের সাজা ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা

Updated By: Aug 24, 2017, 09:12 PM IST
গুরমীত রাম রহিম সিংয়ের সাজা ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা

ওয়েব ডেস্ক : ডেরা সচ সৌদা গুরু গুরমীত রাম রহিম সিংয়ের সাজা ঘোষণায় এখন ২৪ ঘণ্টাও বাকি নেই। শুক্রবারই ঘোষণা করা হবে তার বিরুদ্ধে ওঠা ধর্ষণ মামলার রায়। ১৫ বছর আগে এই স্বঘোষিত গডম্যানের বিরুদ্ধে তারই দুই ভক্তকে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই সঙ্গে পঞ্জাব ও হরিয়ানাতেও তার বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ রয়েছে।

এই মামলার রায় বেরনোর সঙ্গে সঙ্গেই নতুন করে হিংসা ছড়ানোর আশঙ্কায় রয়েছে পঞ্জাব প্রশাসন। আর তাই আগে থেকেই চণ্ডীগড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।

ইতিমধ্যেই এই রায় ঘোষণাকে কেন্দ্র করে হরিয়ানার সিরশাতে জড়ো হয়েছে ডেরার অনুগামীরা। অশান্তি ছড়ানোর আশঙ্কায় চণ্ডীগড়গামী সমস্ত বাসের যাত্রা বন্ধ করা হয়েছে। পঞ্জাব থেকে হরিয়ানায় যাওয়া ২২টি ট্রেনের যাত্রাও বাতিল করা হয়েছে। পুলিস ছা়ডাও ১৫ হাজার আধাসামরিক বাহিনীর জওয়ানকে মোতায়েন করা হয়েছে সেখানে।

আরও পড়ুন- বিরাট নাকি তাঁর ‘ভক্ত’, ধর্ষণ মামলার রায় বেরনোর আগে ভাইরাল 'গডম্যান’

.