মোদীর রেল বাজেটে বিরোধী রাজ্যের বরাদ্দে ছাঁটাই
বাজেট বরাদ্দের এমন বৈষম্যমূলক ছবি উঠে আসায় স্বাভাবিকভাবেই সমালোচিত হচ্ছে কেন্দ্রীয় সরকার।
নিজস্ব প্রতিবেদন: রেল বাজেটে বিজেপি শাসিত রাজ্যগুলির প্রাপ্তির ঝুলি পূর্ণ। অন্যদিকে বিজেপি বিরোধী ৩ রাজ্যের রেল বরাদ্দে চরম ভাঁটা। আসুন, দেখে নেওয়া যাক এবারের বরাদ্দের বহর-
*তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে বরাদ্দ ছাঁটাই হয়েছে ১৪ শতাংশ।
*আপ শাসিত দিল্লিতে ছাঁটাইয়ের শতকরা হার ৪০ ভাগ।
*বামেদের কেরলে বরাদ্দ কমেছে ২৩ শতাংশ।
জেনে নিন- রেল বাজেটে কী পেল বাংলা?
এই পরিসংখ্যানের সম্পূর্ণ বিপরীত ছবি আবার বিজেপি শাসিত রাজ্যগুলির বরাদ্দ বৃদ্ধির বহরে। মোদীর রাজ্য গুজরাটে এবার বরাদ্দ বেড়েছে ২০ শতাংশ। বসুন্ধরা রাজে সিন্ধিয়ার রাজস্থানে বৃদ্ধির শতকরা হার ৩০। গেরুয়া শাসিত মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে এবার বৃদ্ধির হার যথাক্রমে ১৮ % ও ৮ %। শুধু বিজেপি শাসিত রাজ্যই নয়, মোদীর রেল বাজেটে বিশেষ উপকৃত হয়েছে 'বন্ধু রাজ্য'গুলিও। একদিকে, নীতীশ কুমারের বিহারে বরাদ্দ বেড়েছে ১৯ %। অন্যদিকে অন্ধ্রপ্রদেশের প্রাপ্তি বৃদ্ধি ৮ %।
বাজেট বরাদ্দের এমন বৈষম্যমূলক ছবি উঠে আসায় স্বাভাবিকভাবেই সমালোচিত হচ্ছে কেন্দ্রীয় সরকার। মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীরা দীর্ঘদিন ধরে রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক অভিসন্ধিমূলক কাজকর্মের যে অভিযোগ তুলে আসছিল, এই পরিসংখ্যানে তা আরও শক্তপোক্ত হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।