দিওয়ালির রাতে দিল্লিতে অগ্নিকাণ্ড

দিওয়ালির রাতে বড়সড় অগ্নিকাণ্ড দিল্লিতে। ভোররাতে দশ নম্বর ফেসের একটি  টায়ারের কারখানা আগুনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওখলায়।  

Updated By: Nov 12, 2015, 02:31 PM IST
দিওয়ালির রাতে দিল্লিতে অগ্নিকাণ্ড

ওয়েব ডেস্ক: দিওয়ালির রাতে বড়সড় অগ্নিকাণ্ড দিল্লিতে। ভোররাতে দশ নম্বর ফেসের একটি  টায়ারের কারখানা আগুনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওখলায়।  

কারখানার পিছনের বস্তি এলাকায় একটি ঝুপড়িতেই প্রথম আগুন লাগে, জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌছোয় দমকলের আঠেরোটি ইঞ্জিন। পরপর ঝুপড়ি থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় বার করে আনা নয় বাসিন্দাদের। দমকলের তত্পরতায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেলেও ভস্মীভূত হয়ে যায় গোটা কারখানাটিই। মনে করা হচ্ছে দিওয়ালির বাজির ফুলকি থেকেই আগুন। তবে আগুন কীভাবে লাগল, এ নিয়ে এখনও মুখ খোলেননি দমকল আধিকারিকরা।

.