মাকে ভয়ঙ্করভাবে খুন মাদকাসক্ত ছেলের! তারপর যা করল শুনলে আঁতকে উঠবেন...

Updated By: Aug 31, 2017, 02:16 PM IST
মাকে ভয়ঙ্করভাবে খুন মাদকাসক্ত ছেলের! তারপর যা করল শুনলে আঁতকে উঠবেন...

ওয়েব ডেস্ক : দিদির মৃত্যু মানতে পারেননি, তাই তাঁর মৃতদেহ আগলেই মাসের পর মাস বাড়িতে থাকতেন ভাই। ২০১৫-র জুন মাসে খাস কলকাতা শহরের বুকেই এমন ঘটনায় চাঞ্চল্য ছ়ডিয়েছিল। শুধু এই ঘটনাই নয়, এরকম ধরনের বেশ কয়েকটি ঘটনার ছবি গত কয়েক বছরে আমাদের সামনে উঠে এসেছে যা বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছে কৃতকারীদের। কিন্তু, মহারাষ্ট্রের কোলহাপুরে যা ঘটল, তা এবার একরকম গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে! নিজের মা'কে খুন করে তাঁর হৃদপিণ্ড চিবিয়ে খাওয়ার অভিযোগে গ্রেফতার করা হল ছেলেকে। শুনেই চমকে উঠলেন তো?

আরও পড়ুন- ডেরা প্রধান ভক্তদের নিয়ে তৈরি করেছিল আত্মঘাতী বাহিনী, আতঙ্কে পুলিশ

পুলিস জানিয়েছে, সুনীল কুচাকুরনি কোলহাপুরের বাড়িতে তার মায়ের সঙ্গে থাকত। তিন সন্তান ও স্ত্রী থাকলেও, সুনীলের একাধিক কাজে বিরক্ত হয় তারা স্ত্রীর বাপের বাড়িতে আশ্রয় নিয়েছে। তবুও মাদকাসক্ত ওই যুবককের মানসিকায় কোনও পরিবর্তন আনা সম্ভব হয়নি। ঘটনারও দিনও একই কীর্তি করে সুনীল। সন্ধ্যায় মদ্যপ অবস্থায় প্রথমে এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যায় সে। সেখানে খাওয়ার চেয়ে না পাওয়ার পর বাড়ি ফিরে আসে অভিযুক্ত সুনীল। পুলিস জানিয়েছে, তার এই কাজের জন্য মা ইয়েলাভার কাছে বকুনি খেতে হয় সুনীলকে। এরপরই রাগ ও মাদকের প্রভাবে মাকে খুন করে সে। শুধু খুনই করেই ক্ষান্ত থাকেনি সুনীল। মায়ের 'হৃদপিণ্ড কেটে নিয়ে তা চাটনি ও গোলমরিচ দিয়ে তা চিবিয়ে খায়' সে।

রক্তমাখা অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে আসার সময় তাকে গ্রেফতার করে পুলিস। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

.