আবার কমতে পারে পিএফের সুদ? কেন্দ্রের ইঙ্গিতে মধ্যবিত্তের কপালে ভাঁজ

ওয়েব ডেস্ক: ফের কি একবার মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়তে চলেছে? এবার কি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) সুদের হারও ফের কমাতে চলেছে কেন্দ্রীয় সরকার? কেন্দ্রীয় শ্রমমন্ত্রক সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে।বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার কমিয়ে ইতিমধ্যেই মধ্যবিত্তের কপালের ভাঁজ বাড়িয়েছে কেন্দ্র। সরকারি সূত্রের খবর, চলতি মাসেই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) ট্রাস্টি বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে। সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পরিসংখ্যান বলছে, ২০১৫-১৬ আর্থিক বছরে যেখানে ইপিএফে সুদের হার ছিল ৮.৮ শতাংশ, সেখানে তার পরের বছর, অর্থাৎ ২০১৬-১৭ অর্থবর্ষে তা কমিয়ে ৮.৬৫ শতাংশ করেছিল কেন্দ্র। যা নিয়ে বিতর্কও হয়েছিল বিস্তর। এবারও যদি শেষমেশ সুদের হার হ্রাস করা হয়, তাহলে তা কততে গিয়ে ঠেকবে, তা নিয়েই জল্পনা তুঙ্গে উঠেছে। কেন্দ্রীয় শ্রমমন্ত্রক থেকে এই ব্যাপারে নির্দিষ্টভাবে কিছু বলা হচ্ছে না।

আরও পড়ুন এবার আরও কমে গেল মুম্বই থেকে দিল্লি ট্রেন যাত্রার সময়

এই ব্যাপারে সুনির্দিষ্টভাবে প্রস্তাব জমা দিচ্ছে সংস্থার ‘সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টি’র (সিবিটি) কাছে। সেই প্রস্তাব ট্রাস্টি বোর্ডকে অনুমোদন করে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে পাঠাতে হবে। তারা সিবিটি’র প্রস্তাবে সায় দেওয়ার পরেই বিষয়টি কার্যকর হবে।ইপিএফের সুদের হার শেষ প‌র্যন্ত পরিবর্তন হলে, তা এক ধাক্কায় প্রায় সাড়ে চার কোটি গ্রাহকের ওপর প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন  খোঁজ মিলছে না রাহুল গান্ধীর!

English Title: 
EPF may fall again Interest, labor ministry meeting soo
News Source: 
Home Title: 

আবার কমতে পারে পিএফের সুদ? কেন্দ্রের ইঙ্গিতে মধ্যবিত্তের কপালে ভাঁজ

আবার কমতে পারে পিএফের সুদ? কেন্দ্রের ইঙ্গিতে মধ্যবিত্তের কপালে ভাঁজ
Yes
Is Blog?: 
No
Section: