২৬/১১ প্রমাণ পেশ করল এফআইএ

ছাব্বিশ এগারোর মুম্বই হামলা সংক্রান্ত মামলায় পাকিস্তানের সন্ত্রাসদমন আদালতে বেশকিছু গুরুত্বপূর্ণ প্রমাণ পেশ করল তদন্তকারী সংস্থা এফআইএ। তথ্যপ্রমাণের মধ্যে রয়েছে সিন্ধপ্রদেশে লস্কর-এ-তৈবার ট্রেনিং ক্যাম্পের ছবি। মুম্বই হামলার সময় দশ সন্ত্রাসবাদী যে মোটরবোটে চড়ে বাণিজ্যনগরীতে প্রবেশ করেছিল তারও ছবি দেওয়া হয়েছে। রাওয়ালপিণ্ডিতে বিশেষ আদালতে মুম্বই মামলার শুনানি হয়েছে।

Updated By: Dec 10, 2012, 10:32 AM IST

ছাব্বিশ এগারোর মুম্বই হামলা সংক্রান্ত মামলায় পাকিস্তানের সন্ত্রাসদমন আদালতে বেশকিছু গুরুত্বপূর্ণ প্রমাণ পেশ করল তদন্তকারী সংস্থা এফআইএ। তথ্যপ্রমাণের মধ্যে রয়েছে সিন্ধপ্রদেশে লস্কর-এ-তৈবার ট্রেনিং ক্যাম্পের ছবি। মুম্বই হামলার সময় দশ সন্ত্রাসবাদী যে মোটরবোটে চড়ে বাণিজ্যনগরীতে প্রবেশ করেছিল তারও ছবি দেওয়া হয়েছে। রাওয়ালপিণ্ডিতে বিশেষ আদালতে মুম্বই মামলার শুনানি হয়েছে।
এফআইএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, মুম্বই হামলায় যুক্ত সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আরব সাগরে আল-হুসেইনি, আল-আট্টা এবং আল-ফৌজ নামে ৩টি বোটে। সিন্ধ, করাচির বিভিন্ন এলাকায় ওই জঙ্গিদের প্রশিক্ষণের তথ্যপ্রমাণও আদালতে পেশ করা হয়। মুম্বই হামলার মূল চক্রী হিসেবে পকিস্তানের সাত অভিযুক্তের বিরুদ্ধে মামলা চলছে এই আদালতে। অভিযুক্তদের মধ্যে রয়েছে লস্কর কমান্ড্যার জাকিউর রহমান লকভিও। মামলার পরবর্তী শুনানি ২২ ডিসেম্বর।

.