স্পিকারের ঘরে ঢিল ছোঁড়ায় `পাটকেল` খেল আরজেডি, লালুর দলের ২০০ জন সমর্থকদের বিরুদ্ধে এফআইআর দায়ের
দলে বিদ্রোহের ঠেলা সামলাতে না সামলাতেই লালুপ্রসাদ যাদব ফের চাপে। বিহার বিধানসভা স্পিকার উদয়নারায়ণ চৌধুরির বাড়িতে আক্রমণের ঘটনায় ২০০ জন আরজিডি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল।
দলে বিদ্রোহের ঠেলা সামলাতে না সামলাতেই লালুপ্রসাদ যাদব ফের চাপে। বিহার বিধানসভা স্পিকার উদয়নারায়ণ চৌধুরির বাড়িতে আক্রমণের ঘটনায় ২০০ জন আরজিডি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল।
ভাঙন রুখতে লালু প্রসাদ যাদবের এখন আরও করুণ অবস্থা। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে `চক্রান্তে`র অভিযোগ এনে গত মঙ্গলবার রাস্তায় নেমে ছিলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব সহ আরও বেশ কিছুজন মন্ত্রী। কিন্তু অভিযোগ ওঠে বিহার বিধানসভা স্পিকার উদয়নারায়ণ চৌধুরির বাড়ি লক্ষ্য করে আরজেডি দলের লোকেরা ইট পাটকেল ছোঁড়ে। গত বৃহস্পতিবার ২০০জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানিয়েছেন সরকার তদন্ত করে দেখছেন এবং খুব শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নোওয়া হবে। তিনি আরও জানিয়েছেন " ভিডিও ফুটেজে সব কিছু ধরা পড়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এই আইন ভাঙ্গার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
বিধানসভার স্পিকার উদয়নারায়ণ চৌধুরি দাবি করছেন তিনি দলিত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হওয়ার কারনে তাঁর ওপর এইভাবে আক্রমণ করা হয়েছিল।
প্রসঙ্গত, লালু প্রসাদ যাদবের আরজেডি-এর ২২জন বিধায়কের মধ্যে ১৩জন দলত্যাগ করার কথা ঘোষণা করেন। লোকসভা নির্বাচনের দলে ভাঙনের বড়সড় পরিস্থিতি সৃষ্টি হয়। `বিদ্রোহী` ১৩ জনের মধ্যে ৬জন বিধায়ক নিজের অবস্থান থেকে সরে এসে জানান তাঁরা মোটেও দল ছেড়ে যাচ্ছেন না।