শ্রীলঙ্কার হাতে ধৃত ১৬ জন ভারতীয় মত্স্যজীবী
শ্রীলঙ্কার হাতে ধৃত ১৬ জন ভারতীয় মত্স্যজীবী। শ্রীলঙ্কা উপকূলের কাছে রামেশ্বরমে মাছ ধরতে যান তাঁরা। এই জন্য আন্তর্জাতিক জল সীমানা লঙ্ঘনের অভিযোগ তুলেছে শ্রীলঙ্কা। আটক করা হয়েছে তাঁদের তিনটি নৌকোও।
ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার হাতে ধৃত ১৬ জন ভারতীয় মত্স্যজীবী। শ্রীলঙ্কা উপকূলের কাছে রামেশ্বরমে মাছ ধরতে যান তাঁরা। এই জন্য আন্তর্জাতিক জল সীমানা লঙ্ঘনের অভিযোগ তুলেছে শ্রীলঙ্কা। আটক করা হয়েছে তাঁদের তিনটি নৌকোও।
গ্রেফতারির পরই ধৃতদের কাঙ্গেসানধুরাইয়ে নিয়ে যাওয়া হয়।
পরে সেখান থেকে তাঁদের পাঠিয়ে দেওয়া হয় জাফনায়। কিন্তু কেন হঠাত্ তাঁদের জাফনায় পাঠিয়ে দেওয়া হল, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। বিষয়টি স্পষ্ট নয় ভারতের কাছেও।
মত্স্যজীবীদের একটি নৌকো তামিলনাড়ুর রামেশ্বরমের। বাকি দুটি নৌকো ঠিক কোন অঞ্চলের তা এখনও স্পষ্ট নয়। অনুসন্ধান চলছে।