পাক গোয়েন্দা সংস্থা আইএসআইকে তথ্য পাচারের দায়ে ৩ বছরের জেল ভারতীয় কূটনীতিকের

২০১০ সালের ২২ এপ্রিল মাধুরীকে তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার করে দিল্লি পুলিসের স্পেশাল সেল  

Updated By: May 19, 2018, 07:35 PM IST
পাক গোয়েন্দা সংস্থা আইএসআইকে তথ্য পাচারের দায়ে ৩ বছরের জেল ভারতীয় কূটনীতিকের

নিজস্ব প্রতিবেদন: তথ্য পাচার করার দায়ে জেলে যেতে হচ্ছে প্রাক্তন ভারতীয় কূটনীতিকে। তাও আবার পাক গোয়েন্দা সংস্থা আইএসআইকে। প্রাক্তন ভারতীয় কূটনীতিক মাধুরী গুপ্তাকে ৩ বছরের কারাদণ্ড দিল দিল্লির আদালত।
একসময়ে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে কর্মরত ছিলেন মাধুরী। সেই সময়েই তিনি গুরুত্বপূর্ণ তথ্য আইএসআইয়ের হাতে তুলে দিয়েছেন বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগ প্রমাণ হওয়ায় মাধুরীকে ৩ বছরের কারাদণ্ডের আদেশ দেন অতিরিক্ত জেলা জজ সিদ্ধার্থ শর্মা।
আরও পড়ুন-কর্ণাটকে আড়াই দিনের বিজেপি সরকারের পতন, ইস্তফা ইয়েদুরাপ্পার
ইসলামাবাদে কাজ করার সময়ে মাধুরী তথ্য ও সম্প্রচার বিভাগের সেকেন্ড সেক্রেটারি ছিলেন। আদালত তার রায়ে বলেছে, ‘মাধুরী ই-মেইল করে যেসব তথ্য বাইরে পাঠিয়েছেন তা অত্যন্ত সংবেদনশীল ও গোপনীয়। ওইসব তথ্য যে কোনও শত্রুদেশ ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারে।’
আরও পড়ুন-বিরোধীরা মিলে বিজেপিকে রুখবই, বললেন ইয়েচুরি
উল্লেখ্য, ২০১০ সালের ২২ এপ্রিল মাধুরীকে তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার করে দিল্লি পুলিসের স্পেশাল সেল। শুধু তাই নয় তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়ে তিনি ইসলামবাদ থেকে চলে আসার পরও মুবাসসর রেজা ও জামশেদ নামে দুই আইএসআই অধিকারিকের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।

 

.