পুলওয়ামায় ৪ জঙ্গিকে খতম করল সেনা, এলাকা ঘিরে চলছে তল্লাশি
গত সপ্তাহেই ৩টি পৃথক এনকাউন্টারে ৭ জঙ্গিকে খতম করে নিরাপত্তা বাহিনী
নিজস্ব প্রতিবেদন: নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হল ৪ জঙ্গি। সোমবার সাতসকালে পুলওয়ামার ঘটনা। নিহত জঙ্গিরা লস্কর-ই-তৈবা-র বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন-ত্রিপুরার মতো গোটা দেশকে চমকে দেবে ওড়িশা বিধানসভা নির্বাচনের ফল: মোদী
সোমবার সকালেও পুলওয়ামার লাসিপোরার কয়েকটি বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ, রাষ্ট্রীয় রাইফেলস ও জম্মু-কাশ্মীর পুলিসের জওয়ানরা। শুরু হয়ে যায় গুলির লড়াই। গুলিতে নিহত হয় ৪ জঙ্গি। আরও তিন জঙ্গিকে নিরাপত্তা বাহিনী কোণঠাসা করে ফেলেছে বলেছে খবর। এলাকায় চিরুণী তাল্লাশি শুরু করেছে সেনা।
#UPDATE: Jammu & Kashmir: 4 terrorists of Lashkar-e-Taiba (LeT) killed in an encounter with security forces in Lassipora area of Pulwama District. Identities yet to be ascertained. 2 AK rifles, 1 SLR and 1 pistol recovered. Search operation underway. https://t.co/Ycvg9GhwW5
— ANI (@ANI) April 1, 2019
নিহত জঙ্গিদের নামধাম এখনও জানা যায়নি। তবে তাদের কাছ থেকে ২টি একে ৪৭ রাইফেল, ১টি এসএলআর ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন-পুলওয়ামা থেকে শিক্ষা, কনভয় চলাচলের নিয়মে বড়সড় বদল আনল সিআরপিএফ
গত সপ্তাহেই ৩টি পৃথক এনকাউন্টারে ৭ জঙ্গিকে খতম করে নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে একটি এনকাউন্টার হয় অনন্তনাগ জেলায় এবং অন্য দুটি হয় বাদগাম ও সোপিয়ানে।