FT Ranking 2021: বিশ্বের সেরা ১০০টি বিজনেস স্কুলের মধ্যে ঠাঁই পেল ছ'টি ভারতীয় প্রতিষ্ঠান

IIM Ahmedabad আগেও এই তালিকায় ঠাঁই পেয়েছে।

Updated By: Sep 14, 2021, 09:09 PM IST
FT Ranking 2021: বিশ্বের সেরা ১০০টি বিজনেস স্কুলের মধ্যে ঠাঁই পেল ছ'টি ভারতীয় প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদন: বিশ্বজোড়া ১০০টি সেরা প্রতিষ্ঠানের মধ্যে ঠাঁই পেল ছ'টি ভারতীয় বিজনেস স্কুল। এ বছরের ফিনানশিয়াল টাইমসের করা সেরার সারণিতে নির্বাচিত হল এই প্রতিষ্ঠানগুলি। 

এ বছরের Financial Times 2021 ranking-য়ে ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে জায়গা পেল ছ'টি ভারতীয়  বিজনেস স্কুল (Six Indian business schools)। বিশ্বের সেরা হয়েছে সুইটজারল্যান্ডের University of St Gallen। ভারতের ছ'টি ভারতীয়  বিজনেস স্কুলের মধ্যে রয়েছে ২৬তম স্থান পেয়ে IIM আহমদাবাদ, ২৯ তম স্থান পেয়ে SP Jain Institute of Management and Research, ৪৭তম স্থান পেয়ে IIM বেঙ্গালুরু, ৭৯ তম স্থান পেয়ে IIM ইন্দোর আর IIM লক্ষ্ণৌ এবং ৮২ তম স্থানে IIM উদয়পুর। 

আরও পড়ুন: Uttar Pradesh: নির্বাচনের আগে AAP-এর মুখে রাম রাজ্যের ধ্বনি, শুরু হল তিরঙ্গা যাত্রা

Financial Times এই ranking করেছে Masters in Management (MIM) ডিগ্রি যে সব প্রতিষ্ঠান দেয় তাদের নিয়ে। 

সুইটজারল্যান্ডের University of St Gallen এই নিয়ে পর পর ১১বার শীর্ষে রইল। IIM আহমদাবাদ-ও আগে এই তালিকায় ঠাঁই পেয়েছে। এবারও পেয়ে নিজের রেকর্ড ধরে রাখল।  

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Hindi Diwas 2021: দেবনাগরী লিপিতে লিখিত ইন্দো-আরিয়ান ভাষা হিন্দি এখন ভারতের স্পন্দনের মতো

.