২৬ শে ফেব্রুয়ারি পেশ রেল বাজেট, ২৮ ফেব্রুয়ারি সাধারণ বাজেট

২৩ শে ফেব্রুয়ারি শুরু হচ্ছে এ বছরের বাজেট অধিবেশন। ওইদিন সংসদের দুকক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ২৬ শে ফ্রেব্রুয়ারি সংসদে রেল বাজেট পেশ করবেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। তার দুদিন পর ২৮ ফেব্রুয়ারি পেশ হবে সাধারণ বাজেট। আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

Updated By: Jan 21, 2015, 02:23 PM IST
২৬ শে ফেব্রুয়ারি পেশ রেল বাজেট, ২৮ ফেব্রুয়ারি সাধারণ বাজেট

ওয়েব ডেস্ক: ২৩ শে ফেব্রুয়ারি শুরু হচ্ছে এ বছরের বাজেট অধিবেশন। ওইদিন সংসদের দুকক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ২৬ শে ফ্রেব্রুয়ারি সংসদে রেল বাজেট পেশ করবেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। তার দুদিন পর ২৮ ফেব্রুয়ারি পেশ হবে সাধারণ বাজেট। আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

বিমাক্ষেত্রে এফডিআই বাড়িয়ে ৪৯ শতাংশ করা সহ কেন্দ্রের জারি করা বাকি আটটি অর্ডিনান্স এই বাজেট অধিবেশনেই পেশ করার কথা। কেন্দ্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন্ন এই অধিবেশন। ক্ষমতায় আসার পর এবারই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে মোদী সরকার। বেশ কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

.