ভারতের ৭৬টি ঐতিহাসিক স্থান ও শিল্পকলা অনলাইন প্রদর্শন শুরু করল গুগল
ভারতের ৭৬টি হেরিটেজ সাইট ও ৩০টি শিল্পকলার ইন্সটিটিউশন অনলাইন নিয়ে আসছে গুগল কালচারাল ইন্সটিটিউট। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাহায্য অই প্রকল্প অনলাইন নিয়ে আসছে গুগল।
আজ থেকে শুরু করে ভিউয়ার্সরা গুগল কালচারাল ইন্সটিটিউটে ভারতের ১৪০০ ঐতিহাসিক স্থানের প্যারানমিক ইমেজ দেখতে পারবেন। এগুলোর মধ্যে রয়েছে সফদরজং টোম্ব, ইলোরা গুহা ও পুরানা কিল্লা। এই নতুন সংযোজনের ফলে এএসআইয়ের চিহ্নিত করা ১০০টি ঐতিহাসিক স্থান চলে এল গুগল সাইটে। এর মধ্যে রয়েছে তাজ মহল, হুমায়ুন কিল্লাও। এছাড়া দ্য নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ, দারিচা ফাউন্ডেশন, পারজোর ফাউন্ডেশন ও টাটা ইন্সটিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ গুগলের মাধ্যমে তাদের সংগ্রহ, ছবি ও পেন্টিংয়ের প্রদর্শনী করতে পারবে।
গুগল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর রাজন আনন্দন জানালেন, "গুগল সবসময় সারা বিশ্বের ঐতিহ্যের সংরক্ষণ ও প্রদর্শনে আগ্রহী। ভারত তার সম্পদ ও ইতিহাসে সত্যিই অনবদ্য।"