জুলাইয়ের জিএসটি রিটার্ন জমা দিতে দেরি হলে জরিমানা লাগবে না

Updated By: Sep 2, 2017, 09:59 PM IST
জুলাইয়ের জিএসটি রিটার্ন জমা দিতে দেরি হলে জরিমানা লাগবে না

ওয়েব ডেস্ক: করদাতাদের ছাড় দিল কেন্দ্রীয় সরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে ‌জিএসটি রিটার্ন জমা দিতে না পারায় জরিমানা হয়। সেই জরিমানা মকুব করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। 

১ জুলাই থেকে দেশজুড়ে জিএসটি চালু হয়েছে। সময়ে জিএসটি না মেটালে প্রতিদিন ২০০ টাকা জরিমানার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। সেই জরিমানা আর করদাতাদের মেটাতে হবে না।  তবে সুদ মেটাতে হবে বলে জানানো হয়েছে অর্থমন্ত্রকের বিবৃতিতে। বলা হয়েছে, জুলাই মাসের লেট ফি মকুব করা হল। ২৫ অগাস্টের মধ্যে জুলাইয়ের জিএসটি না মেটালে সুদ ধা‌র্য করা হবে।     

কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন, সময়ের মধ্যে জিএসটি না মেটালে প্রতিদিন ২০০ টাকা করে জরিমানা দিতে হবে করদাতাদের। প্রথম মাসের জিএসটি মেটানোর কথা ছিল প্রায় ৬০ লক্ষ করদাতার। কিন্তু ২৯ অগাস্ট প‌র্যন্ত প্রায় ৪০ লক্ষ করদাতা জিএসটি মিটিয়েছেন। ফলে বাকিদের জরিমানা বকেয়া পড়েছিল। সেই জরিমানাই মকুব করা হল। 

আরও পড়ুন, রেল দুর্ঘটনায় মাত্র ৯২ পয়সার বিমায় পান ১০ লক্ষ টাকা, কীভাবে জেনে নিন

 

 

.