সপ্তম গ্যাসে শুল্ক ছাড়ে সামান্য স্বস্তির আশ্বাস
সাধারণ মানুষকে সামান্য স্বস্তির আশ্বাস দিয়ে এলপিজি সিলিন্ডারে শুল্ক ছাড়ের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী পি চিদম্বরম। রান্নার গ্যাসে আমদানি শুল্ক ও অন্তঃশুল্ক মকুব করার সিদ্ধান্ত নিয়েছে অর্থমন্ত্রক। এর ফলে সপ্তম সিলিন্ডার থেকে প্রায় ১৪০ টাকা ছাড় পাওয়া যাবে।
সাধারণ মানুষকে সামান্য স্বস্তির আশ্বাস দিয়ে এলপিজি সিলিন্ডারে শুল্ক ছাড়ের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী পি চিদম্বরম। রান্নার গ্যাসে আমদানি শুল্ক ও অন্তঃশুল্ক মকুব করার সিদ্ধান্ত নিয়েছে অর্থমন্ত্রক। এর ফলে সপ্তম সিলিন্ডার থেকে প্রায় ১৪০ টাকা ছাড় পাওয়া যাবে। সেক্ষেত্রে ভর্তুকি ছাড়া সপ্তম সিলিন্ডার থেকে রান্নার গ্যাস কিনতে দিতে হবে প্রায় ৬১০ টাকা দামে।
অন্যদিকে এই দিনেই বিহার সরকারের ডিজেলের উপর ভ্যাট ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৬ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে অন্যান্য রাজ্যগুলিকে রান্নার গ্যাসে ভর্তুকির মাত্রা বাড়ানোর আহ্বান করেন তিনি।