খুনের পর কেটে টুকরো করা দেহ, উদ্ধার হল ফ্রিজ থেকে

Updated By: Oct 15, 2017, 12:41 PM IST
খুনের পর কেটে টুকরো করা দেহ, উদ্ধার হল ফ্রিজ থেকে

নিজস্ব প্রতিবেদন : ভয়ঙ্কর! খুনের পর টুকরো টুকরো করে কাটা হল দেহ। তারপর সেই দেহাংশ ফ্রিজে ঢুকিয়ে রাখল আততায়ী। পুলিশ গিয়ে তল্লাশি করতেই ফ্রিজের মধ্যে থেকে উদ্ধার হল সেই দেহাংশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির সইদুলাজাব এলাকায়।  

নিহত যুবকের নাম বিপিন যোশী। সোমবার রাত থেকে নিখোঁজ ছিল পেশায় বার টেন্ডার বছর ছাব্বিশের যুবক বিপিন। পরিবার পুলিশে নিখোঁজ ডায়রি করতেই শুরু হয় খোঁজ। প্রাথমিক তদন্তের পর জানা যায়, সোমবার কাজ শেষে একসঙ্গে বেরয় যোশী ও তার বন্ধু বাদল মণ্ডল। দু'জনে একসঙ্গে মণ্ডলের বাড়ি যায়। সেখানে গভীর রাত পর্যন্ত চলে মদ্যপান।

এরপর শনিবার সন্ধ্যায় বাদলের বাড়িতে গিয়ে পৌঁছায় বিপিনের বাড়ির লোকজন। বাড়ি তালা বন্ধ থাকলেও, বাড়ির ভিতর থেকে পচা গন্ধ বেরনোয় তাঁদের সন্দেহ হয়। এরপর পুলিস এসে দরজা ভেঙে ফ্রিজ থেকে মৃতের দেহাংশ উদ্ধার করে।

আরও পড়ুন, পাতলেবাসে অগ্নিসংযোগের ঘটনায় গৌতম দেবের তির গুরংয়ের দিকেই

.