‘ব্লু ফিল্ম’ দেখিয়ে গুজরাট ভোটে জিততে চাইছে বিজেপি, মোদীকে নিশানা রাজ ঠাকরের

উন্নয়নের ব্লু প্রিন্ট এখন উধাও, কটাক্ষ এমএনএস প্রধানের

Updated By: Nov 19, 2017, 08:50 PM IST
‘ব্লু ফিল্ম’ দেখিয়ে গুজরাট ভোটে জিততে চাইছে বিজেপি, মোদীকে নিশানা রাজ ঠাকরের

নিজস্ব প্রতিবেদন: ‘ব্লু ফিল্ম’ দেখিয়ে গুজরাট বিধানসভা নির্বাচনে জিততে চাইছে বিজেপি। থানের এক সভায় বিজেপিকে এভাবে নিশানা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে।

ঠাকরে বলেন, ''২০১৪ সালের লোকসভা নির্বাচনে উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিল বিজেপি। উন্নয়নের ব্লু প্রিন্ট এখন উধাও। গত তিন বছরে দেশে উন্নয়ন করতে তারা ব্যর্থ। ফলে এখন তারা ভোটারদের উন্নয়নের ‘ব্লু প্রিন্ট’-এর পরিবর্তে ব্লু ফিল্ম দেখাচ্ছে। সাধারণ মানুষের শোয়ার ঘরে উঁকি দিচ্ছে।'' প্রসঙ্গত, হার্দিক প্যাটেলের 'সেক্স সিডি'র প্রসঙ্গ টেনে এই মন্তব্য এমএনএস প্রধানের।

বিজেপির সমালোচনা করতে গিয়ে রাজ ঠাকরে আরও বলেন, ''বিজেপি কংগ্রেস সহ-সভাপতিকে হেয় করত। অথচ সেই রাহুলকেই এখন ভয় পাচ্ছে বিজেপি।''

এদিন সভায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেন ঠাকরে। বলেন, ''দেশে বহু ইস্যু রয়েছে। সেসব ছেড়ে দিয়ে প্রধানমন্ত্রী এখন মানুষকে ‌যোগ ব্যায়াম করতে বলছেন। এটা কি প্রধানমন্ত্রীর কাজ? পাশাপাশি এদিন কেন্দ্রের স্বচ্ছ ভারত অভি‌যান নিয়েও কটাক্ষ করেন রাজ ঠাকরে। তিনি বলেন, বারাণসীতে গঙ্গা দিয়ে মৃতদেহ ভেসে ‌যাচ্ছে। মোদীজি ‌যদি নিজের নির্বাচন ক্ষেত্রটাই পরিস্কার রাখতে না পারেন তাহলে উনি দেশ সাফ করবেন কীভাবে?''

আরও পড়ুন-'পদ্মাবতী'র মুক্তি স্থগিতের নেপথ্যে রাজনীতি? জোর জল্পনা  

 

.