মনোজের সঙ্গে স্বপ্নার ছবি ভাইরাল, কংগ্রেসের পর এ বার বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা তুঙ্গে
বেশ কয়েক দিন ধরেই স্বপ্নার কংগ্রেসে যোগদানের খবর শোনা যাচ্ছিল। এমনকি মুথরা থেকে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী হেমা মালিনীর বিরুদ্ধে ভোটে দাঁড়ানো খবর জোরালো হয় বিভিন্ন সূত্রে
নিজস্ব প্রতিবেদন: গত কালই সাংবাদিক বৈঠক করে হরিয়ানার জনপ্রিয় নৃত্যশিল্পী স্বপ্না চৌধরি জানিয়ে দিয়েছেন, কংগ্রেসের যোগদানের খবরের ভিত্তি নেই। সে দিনই না কি দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারির সঙ্গে সাক্ষাত করেছেন স্বপ্না। এমন জোর জল্পনা রাজধানীতে। বিজেপি নেতা মনোজ তিওয়ারির সঙ্গে তাঁর একটি ছবিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে, এ দিনের বৈঠকের ছবি কি না জ়ি ২৪ ঘণ্টা ডট কমের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, শনিবার কংগ্রেসে যোগ দেওয়ার স্বপ্নার একটি ছবি টুইটারে প্রকাশ করে সংবাদ সংস্থা এএনআই। পাশাপাশি, কংগ্রেসের সাধারণ সচিব প্রিয়ঙ্কা গান্ধী বঢরার সঙ্গে তাঁর একটি ছবিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এমনকি উত্তর প্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বব্বরও স্বপ্নাকে অভ্যর্থনা জানিয়ে টুইট করেন। এর পরই সাংবাদমাধ্যমে চাউর হয় তাঁর কংগ্রেসের যোগদানের খবর। সঙ্গে সঙ্গে সাংবাদিক বৈঠক করেন বিগবস প্রতিযোগী স্বপ্না। তিনি স্পষ্ট জানান, কংগ্রেসের যোগ দেওয়ার খবর মিথ্যে। প্রিয়ঙ্কার সঙ্গে তাঁর ছবিও পুরনো বলে দাবি করেন স্বপ্না। অভিনেত্রীর যুক্তি, যদি পুরনো সাক্ষাত্কার নতুন করে ছাপানো হয়, পুরনো ছবি এ ভাবে প্রকাশ্যে এলে ক্ষতি কী?
আরও পড়ুন- বিজেপিতে যোগ দিচ্ছেন জয়াপ্রদা! জল্পনা, লড়তে পারেন রামপুর আসন থেকেই
বেশ কয়েক দিন ধরেই স্বপ্নার কংগ্রেসে যোগদানের খবর শোনা যাচ্ছিল। এমনকি মুথরা থেকে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী হেমা মালিনীর বিরুদ্ধে ভোটে দাঁড়ানো খবর জোরালো হয় বিভিন্ন সূত্রে। তবে, এই জনপ্রিয় নৃত্যশিল্পীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করতে শুরু করে দেয় বিজেপি। গত কাল এএনআই-র একটি ভিডিয়োতে উত্তর প্রদেশের বাল্লিয়া কেন্দ্রের বিধায়ক সুরেন্দ্র সিং বলেন, নর্তকী স্বপ্নাকে বিয়ে করে রাহুল গান্ধীর পরিবারের ঐতিহ্য বজায় রাখা উচিত। রাজীব গান্ধী যেমন ইতালি থেকে নর্তকী সনিয়াকে বিয়ে করেছেন, সেই পথেই যাচ্ছে পুত্র রাহুলও। এমনকি ইউপিএ-র চেয়ারপার্সন সনিয়া গান্ধীর সম্পর্কে বলা হয়, মোদীর মতো চরিত্রবান, সত্ রাজনীতিকের বিরুদ্ধে এমন নর্তকী লড়লে মেনে নেবে না দেশবাসী। যোগী রাজ্যের এই বিধায়কের মন্তব্যে সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। সরব হয়েছেন বিরোধীরাও।
স্বপ্না চৌধরি। এই কুরচিকর মন্তব্যের জবাবও দিয়েছেন। তিনি টুইটে জানিয়েছেন, রাহুল গান্ধী আমার বড় দাদার মতো। কিন্তু বিজেপি নেতার এমন অশ্লীল মন্তব্যে উদ্বেগে রয়েছি। একটি জাতীয় দলের তরফে এমন মন্তব্য দুর্ভাগ্যজনক। মহিলাজাতিকে অপমান করা হল না কি?