জম্মু-কাশ্মীরের বায়ুসেনাঘাঁটিতে হামলা চালাতে পারে জইশ জঙ্গিরা! জারি চূড়ান্ত সতর্কতা
সেনা ও গোয়েন্দা সূত্রে সতর্ক করে জানানো হয়েছে, ৮-১০ জন জইশ জঙ্গি সীমান্ত পেরিয়ে জম্মু ও কাশ্মীরে ঢুকেছে
নিজস্ব প্রতিবেদন: জম্মু ও কাশ্মীরের একাধিক বায়ুসেনাঘাঁটিতে যে কোনও সময় চালাতে পারে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। সেনা ও গোয়েন্দা সূত্রে সতর্ক করে জানানো হয়েছে, ৮-১০ জন জইশ জঙ্গি সীমান্ত পেরিয়ে জম্মু ও কাশ্মীরে ঢুকেছে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আত্মঘাতী হামলা চালানোর উদ্দেশ্যেই জইশ-ই-মহম্মদের জঙ্গিরা সীমান্ত সংলগ্ন ভারতীয় বায়ুসেনা ঘাঁটিগুলিকে নিশানা বানিয়েছে। জানা গিয়েছে, ২৫ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে যে কোনও দিন আত্মঘাতী হামলা চালাতে পারে জইশ জঙ্গিরা।
Top Govt Sources: IAF bases in Srinagar, Awantipora, Jammu, Pathankot, Hindon have been put on high alert at orange level. Senior officers are reviewing security arrangements 24x7 to tackle the threat. The alert has emanated after agencies monitored movements of Jaish terrorists. https://t.co/kRdDAQPzXV
— ANI (@ANI) September 25, 2019
আরও পড়ুন: আগাম জামিনের আবেদন খারিজ হতেই গ্রেফতার চিন্ময়ানন্দকাণ্ডের অভিযোগকারিনী
এর আগে ১৪ সেপ্টেম্বর রোহতক রেলওয়ে থানায় চিঠি পাঠিয়ে দেশের একাধিক রেল স্টেশন বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল জইশ-ই-মহম্মদ। ওই জঙ্গি সংগঠনের পক্ষ থেকে রেল স্টেশনের পাশাপাশি একাধিক মন্দির চত্বরেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল।