UGC Listed Fake University: বাংলার ২ সহ দেশের ২১ বিশ্ববিদ্যালয় ভুয়ো, দাম নেই ডিগ্রির! আপনার কাছে নেই তো?

UGC Listed Fake University: ইউজিসি অ্যাক্ট, ১৯৫৬-তে যা বলা আছে, এই ২১ বিশ্ববিদ্যালয় তার বিরুদ্ধাচরণ করছিল। সেই নিয়ম মানছিল না।

Updated By: Aug 26, 2022, 02:08 PM IST
UGC Listed Fake University: বাংলার ২ সহ দেশের ২১ বিশ্ববিদ্যালয় ভুয়ো, দাম নেই ডিগ্রির! আপনার কাছে নেই তো?
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে গুণে ২১টি বিশ্ববিদ্যালয়। ভুয়ো দেশের ২১ বিশ্ববিদ্যালয়। যাদের শনাক্ত করেছে ইউজিসি। যাদের ডিগ্রি দেওয়ার কোনও অধিকার-ই নেই। আর সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের ২টি শিক্ষাপ্রতিষ্ঠানও। কোন কোন প্রতিষ্ঠান?  এক, চৌরঙ্গি রোডে অবস্থিত ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন। দুই, ঠাকুরপুকুরের ডায়মন্ড হারবার রোডে অবস্থিত ইন্সটিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ। আর বাকি ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে বেশিরভাগই দিল্লির। আর তারপর বেশি রয়েছে উত্তরপ্রদেশে।  

আরও পড়ুন, Singur: বিনিয়োগ আসছে সিঙ্গুরে, শিল্প গড়তে চেয়ে রাজ্যের কাছে আবেদন ১০ সংস্থার

দিল্লির মোট ৮টি বিশ্ববিদ্যালয় ভুয়ো। আর উত্তরপ্রদেশে রয়েছে ৪টি বিশ্ববিদ্যালয়। যাদের পড়ুয়াদের ডিগ্রি দেওয়ার কোনও ক্ষমতা-ই নেই। ইউজিসি অ্যাক্ট, ১৯৫৬-তে যা বলা আছে, এই ২১ বিশ্ববিদ্যালয় তার বিরুদ্ধাচরণ করছিল। সেই নিয়ম মানছিল না। এই তালিকায় পশ্চিমবঙ্গের ২টি বিশ্ববিদ্যালয় যেমন আছে, তেমন ওড়িশারও দুটি বিশ্ববিদ্যালয় আছে। এছাড়া কর্নাটক, কেরালা, মহারাষ্ট্র, পুদুচেরী ও অন্ধ্রপ্রদেশেরও বিশ্ববিদ্যালয় আছে। ইউডিসি-র তরফে এক বিবৃতি জারি করে এই ২১ বিশ্ববিদ্যালয়ের নাম জানানো হয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.