নিয়ন্ত্রণরেখায় পড়ে থাকা ব্যাট জওয়ানদের মৃতদেহ ফেরত নিয়ে যান, পাক সেনাকে বলল ভারত

সেনাবাহিনীর নর্দান কমান্ডের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, কমপক্ষে ৫-৭ পাক জঙ্গি ও জওয়ানকে অনুপ্রবেশের সময় খতম করা হয়েছে

Updated By: Aug 4, 2019, 10:47 AM IST
নিয়ন্ত্রণরেখায় পড়ে থাকা ব্যাট জওয়ানদের মৃতদেহ ফেরত নিয়ে যান, পাক সেনাকে বলল ভারত

নিজস্ব প্রতিবেদন: কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গেল পাকিস্তান। কেরান সেক্টরে পড়ে থাকা ব্যাট(BAT) জওয়ানদের দেহ নিয়ে যাওয়ার প্রস্তাব দিল ভারত। ৩১ জুলাই থেকে ১ অগাস্টের মধ্যে ভারতে ঢোকার চেষ্টা করে পাকিস্তানি সেনার ওইসব বর্ডার অ্যাকশন টিমের জওয়ানরা। তাদের খতম করে সেনা। সেই ছবি প্রকাশ করা হয়েছে সেনাবাহিনীর তরফে।

আরও পড়ুন-সপ্তাহের শুরুতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, আশার কথা শোনাল হাওয়া অফিস

দিন চারেক আগে ওই অপারেশনে নিহত হয় ৭ জন। এদের মধ্যে ব্যাট ছাড়াও থাকতে পারে পাক মদতপুষ্ট জঙ্গিরাও। ওইসব মৃতদেহ ফেরত নিলে স্বীকার করে নেওয়া হয় যে নিহতরা পাকিস্তানি। ফলে এনিয়ে কোনও সাড়া এখনও পর্যন্ত দেয়নি পাক সরকার। সেনাবাহিনীর পক্ষ থেকে পাক সেনার উদ্দেশ্য বলা হয়েছে, চাইলে সাদা পতাকা উড়িয়ে ওইসব দেহ ফিরিয়ে নিয়ে যেতে পারে পাকিস্তান।

সেনাবাহিনীর নর্দান কমান্ডের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, কমপক্ষে ৫-৭ পাক জঙ্গি ও জওয়ানকে অনুপ্রবেশের সময় খতম করা হয়েছে। তাদের দেহ পড়ে রয়েছে নিয়ন্ত্রণ রেখায়। গোলাগুলি চলার কারণে দেহগুলি উদ্ধার করা যাচ্ছে না। তবে পাকিস্তান যদি নিয়ন্ত্রণরেখায় কোনও গোলমাল করে তবে তার যোগ্য জবাব দেওয়া হবে।

আরও পড়ুন-জঙ্গি হামলার আশঙ্কা, তড়িঘড়ি কাশ্মীর থেকে সরানো হল ৬,১২৬ পুণ্যার্থী-পর্যটককে

গত ৩১ জুলাই থেকে ১ অগস্টের মধ্যে কেরান সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাক সেনা। টানা ৩৬ ঘণ্টা গোলাবর্ষণের মধ্যে পাক সেনা ও জঙ্গিদের ৭ সদস্যের মৃত্যু হয়। নিয়ন্ত্রণরেখার এপারে মিলেছে ৭ জনের দেহ। তবে কেরন সেক্টরে লাগাতার ভারী গোলাবর্ষণ করে চলেছে পাক SSG কমান্ডোরা। ফলে দেহগুলি উদ্ধার করা যায়নি। শুক্রবারই ভারতীয় সেনা সাংবাদিক সম্মেলন করে জানায়, কাশ্মীরে নাশকতার সঙ্গে সরাসরি যুক্ত পাকিস্তানের সেনাবাহিনী। অভিযানে উদ্ধার হয় পাক সেনার ছাপ দেওয়া ল্যান্ডমাইনও। নিয়ন্ত্রণরেখার এপারে পাক সেনা জওয়ানদের দেহ উদ্ধারে ভারতীয় সেনার সেই দাবিই সঠিক প্রমাণিত হল।

.