টিকিট কাটা থেকে শপিংয়ে আকর্ষনীয় ছাড়, IRCTC SBI ক্রেডিট কার্ড বাজারে আনল রেল

অনলাইন শপারদের ক্ষেত্রেও বেশকিছু সুবিধে দিচ্ছে এই কার্ড

Reported By: শ্রেয়সী গঙ্গোপাধ্যায় | Updated By: Jul 28, 2020, 07:47 PM IST
টিকিট কাটা থেকে শপিংয়ে আকর্ষনীয় ছাড়, IRCTC SBI ক্রেডিট কার্ড বাজারে আনল রেল
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে একটি ক্রেডিট কার্ড বাজারে আনল আইআরসিটিসি। টিকিট কাটা থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে বিভিন্ন সুবিধে পাবেন এই কার্ড হোল্ডাররা।

আরও পড়ুন-রাফালের দ্রুত ডেলিভারির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে IAF-র এই অফিসারের, জেনে নিন

RuPay প্লাটফর্মের এই কার্ড দিয়ে এসি-১. এসি-২, এসি ৩-তে টিকিট কাটলে ১০ শতাংশ পর্যন্ত ভ্যালু ব্যাক পাওয়া যাবে। শুধু তাই নয়, টিকিটেও মিলবে ছাড়। এছাড়াও কার্ড অ্যাক্টিভেশনে মিলবে ৩৫০ বোনাস রিওয়ার্ড পয়েন্টস।

অনলাইন শপারদের ক্ষেত্রেও বেশকিছু সুবিধে দিচ্ছে এই কার্ড। বিগবাস্কেট, অক্সি, ফুড ফর ট্রাভেল-সহ একাধিক ওয়েবসাইট থেকে শপিং করলে ছাড় পাওয়া যাবে। এছাড়াও মেডলাইফ থেকে ওষুধ কিনলে মিলবে ২০ শতাংশ ছাড়, ফিটারনিটিতে শপিং করলে মিলবে ২৫ শতাংশ ছাড়। ছাড় পাওয়া যাবে প্যাথোলজিতেও।

আরও পড়ুন-বাদ মহুয়া, তৃণমূলের রাজ্যস্তরের মুখপাত্র হলেন কুণাল ঘোষ

এদিকে, কার্লটন, অ্যারিস্টোক্রাট, ভিআইপি, স্কাই ব্যাগ-এর সামগ্রী কিনলে পাওয়া যাবে ১০ শতাংশ ছাড়। বাটাতে পাওয়া যাবে ২৫ শতাংশ ছাড়, ৩০০ টাকা ছাড়া পাওয়া যাবে Myntra-তে।

.