দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিষ্ফোরণ, ২ সন্দেহভাজনের ছবি প্রকাশ NIA-র

গত ২৯ জানুয়ারি দিল্লি ডা এপিজে আবদুল কালাম রোডে ইজরায়েলি দূতাবাসের সামনের ফুটপাতে একটি বিস্ফোরণ ঘটে

Updated By: Jun 15, 2021, 10:17 PM IST
দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিষ্ফোরণ, ২ সন্দেহভাজনের ছবি প্রকাশ NIA-র

নিজস্ব প্রতিবেদন: কড়া নিরাপত্তার মধ্যেও এবছর জানুয়ারি মাসে বিস্ফোরণ হয়েছিল দিল্লিতে ইজারায়েলি দূতাবাসের সামনের ফুটপাতে। ওই কাণ্ডে সঙ্গে কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়। তবে পাঁচ মাস পর ওই ঘটনার সঙ্গে জড়িত ২ সন্দেহভাজনের ছবি প্রকাশ করল এনআইএ।

আরও পড়ুন-বুধবার থেকে চালু হচ্ছে স্পেশাল মেট্রো, উঠতে পারবেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা 

ভিডিয়ো ফুটেজ থেকে যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে দুই তরুণকে। একজনের মুখে মাস্ক এবং অন্যজনের গাঢ় রঙের ফুলহাতা টি শার্ট পরে মাথা নিচু করে হাঁটছে।  দূতাবাসের সিসিটিভিতে ধরা পড়েছে ওই দুজনের ছবি। ওই দুজনের জন্য় ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে এনআইএ(NIA)। ওই দুজনের খবর দেওয়া যাবে মেইল ও ফোন করে।

আরও পড়ুন-BJP-তে মোহভঙ্গ? নাম না করে Suvendu-কে নিশানা Sunil Mandal-র  

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি দিল্লি ডা এপিজে আবদুল কালাম রোডে ইজরায়েলি দূতাবাসের সামনের ফুটপাতে একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কেউ হতাহত না হলেও রাস্তায় দাঁড়িয়ে থাকা ৩টি গাড়ির কাচ ভেঙে যায়। গর্ত হয়ে যায় রাস্তায়।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.