আপ বিধায়কের বাড়িতে আয়কর হানা, বাজেয়াপ্ত আড়াই কোটি টাকা

নয়াদিল্লির উত্তম নগরে ওই বিধায়কের বাসভবনে শুক্রবার গভীর রাতে হানা দেয় ওই দলটি।

Updated By: Mar 9, 2019, 12:56 PM IST
আপ বিধায়কের বাড়িতে আয়কর হানা, বাজেয়াপ্ত আড়াই কোটি টাকা

নিজস্ব প্রতিবেদন: আম আদমি পার্টির বিধায়ক নরেশ বল্যানের বাড়িতে হানা দিল আয়কর দফতরের একটি দল। নয়াদিল্লির উত্তম নগরে ওই বিধায়কের বাসভবনে শুক্রবার গভীর রাতে হানা দেয় ওই দলটি। তল্লাশি চলে শনিবার সকাল পর্যন্ত।

আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, ওই বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ আড়াই কোটি টাকা। এছাড়াও আরও অনেক কিছু বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

এই প্রসঙ্গে অবশ্য এখনও আম আদমি পার্টির তরফে কেউ কোনও প্রতিক্রিয়া দেননি। ওই বিধায়কও কিছু জানাননি।

আরও পড়ুন: নীরব মোদীকে প্রত্যর্পণের আবেদন এখন ব্রিটেনের বিচারাধীন, জানাল বিদেশ মন্ত্রক

প্রসঙ্গত, এর আগেও সংবাদ শিরোনামে উঠে এসেছিল এই নরেশ বল্যানের নাম। দিল্লির প্রাক্তন মুখ্যসচিবকে মারধরের হুমকি দিয়ে তিনি বিতর্ক তৈরি করেছিলেন। সাধারণ মানুষের কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে প্রাক্তন মুখ্যসচিবের মার খাওয়া উচিত বলে সেবার তিনি মত প্রকাশ করেছিলেন।

২০১৫ সালে নির্বাচন কমিশনের তরফে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন। তাঁর বাড়িতে বেআইনিভাবে মদ মজুত করে রাখা ছিল।

আরও পড়ুন: ‘নয়া পাকিস্তান’কে এ বার ‘নয়া অ্যাকশন’ নেওয়া উচিত, সন্ত্রাসবাদ প্রসঙ্গে ইমরানকে তোপ ভারতের

দলের মধ্যেও তাঁর বিরুদ্ধে ক্ষোভ রয়েছে বলে খবর। এর আগে তাঁর বিরুদ্ধে বিদ্রোহও হয়েছিল বলে জানা গিয়েছে। ২০১৫ সালে তাঁর আম আদমি পার্টির তরফে হরিয়ানার দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তে দলের একাংশে ক্ষোভ তৈরি হয়েছিল। তার জেরে সাতজন সদস্য পদত্যাগ করেছিল।

.