ঝাড়খণ্ডে শরিকি কোন্দল চরমে, ১২ আসনে বিজেপির পাশাপাশি প্রার্থী ঘোষণা করল এজেএসইউ

বিজেপির যন্ত্রণা বাড়িয়েছে লোক জনশক্তি পার্টিও

Updated By: Nov 12, 2019, 11:46 AM IST
ঝাড়খণ্ডে শরিকি কোন্দল চরমে, ১২ আসনে বিজেপির পাশাপাশি প্রার্থী ঘোষণা করল এজেএসইউ

নিজস্ব প্রতিবেদন: আসন ভাগাভাগি নিয়ে শরিকি কোন্দল চরমে। মহারাষ্ট্রের পর এবার ধাক্কা ঝাড়খণ্ডেও। রাজ্যের বিজেপি প্রধানের জন্য ঘোষিত কেন্দ্রে প্রার্থী দিয়ে দিল দলের শরিক অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন-এজেএসইউ। ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভার ভোট নেওয়া হবে আগামী ৩০ নভেম্বর।

আরও পড়ুন-ঘোলা থানার কাছেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ, গুলিবিদ্ধ বিজেপি কর্মী

চক্রধরপুর আসনের জন্য রাজ্যে বিজেপি প্রধান লক্ষ্মণ গিলুয়ার নাম ঘোষণা করেছিল গেরুয়া শিবির। সেই জায়গায় প্রার্থী দিয়ে দিল বিজেপির শরিক অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন। ফলে এবার নতুন করে সমঝোতায় যেতে হতে পারে বিজেপিকে।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে রাজ্যে মোট ১৯ আসনে লড়াই করতে চেয়েছিল অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন। কিন্তু ৯টি বেশি আসন দিতে রাজি নয় বিজেপি। কিন্তু বিজেপিকে পাত্তা না দিয়ে রাজ্যের ১২ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন। ওই ১২ আসনে প্রার্থী দিয়েছে বিজেপিও।

আরও পড়ুন-শিবসেনাকে সঙ্গে নিয়েই সরকার সরকার গঠন মহারাষ্ট্রে! আজ সিদ্ধান্ত এনসিপি-কংগ্রেস বৈঠকে

অন্যদিকে, বিজেপি যন্ত্রণা বাড়িয়েছে লোক জনশক্তি পার্টিও। এবার একলা লড়াই করবে বলে জানিয়েছে বিজেপির এই শরিক।

ইতিমধ্যেই রাজ্যে ৫২ জনের একটি প্রার্থীতালিকা প্রকাশ করেছে বিজেপি। শরিকদের হালচাল দেখে দ্বিতীয় প্রার্থীতালিকা প্রকাশ স্থগিত রেখেছে গেরুয়া শিবির। এখন এজেএসইউ-এর সঙ্গে সমঝোতা করার চেষ্টা করছে বিজেপি।

.