ঝাড়খণ্ডে সরকার গড়বে বিরোধী জোট, মুখ্যমন্ত্রী হবেন হেমন্ত সোরেন: তেজস্বী যাদব
ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ভোটগণনার ফলাফলের প্রবণতা বিরোধী জোটের দিকে ঝুঁকতেই জয়ের ব্যাপারে ভবিষ্যতবাণী করে ফেললেন আরজেডি নেতা তেজস্বী যাদব। সংবাদমাধ্যমে তেজস্বী বলেন, স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হেমন্ত সোরেন।
নিজস্ব প্রতিবেদন: ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ভোটগণনার ফলাফলের প্রবণতা বিরোধী জোটের দিকে ঝুঁকতেই জয়ের ব্যাপারে ভবিষ্যতবাণী করে ফেললেন আরজেডি নেতা তেজস্বী যাদব। সংবাদমাধ্যমে তেজস্বী বলেন, স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হেমন্ত সোরেন।
আরও পড়ুন-কনকনে ঠাণ্ডা থেকে রেহাই, আচমকা এক ধাক্কায় তাপমাত্রা বাড়ল অনেকটাই
উল্লেখ্য, ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ভোট গণনায় এখনও প্রর্যন্ত ৪১ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস-জেএমএম-আরজেডি জোট। বিজেপি অনেক পেছনে। তারা এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে ২৯ আসনে। খুব কম ভোটে এগিয়ে মুখ্যমন্ত্রী রঘুবর দাস।
Tejashwi Yadav, RJD: There is going to be a clean sweep for Mahagathbandhan (grand alliance) in this election. We have fought elections under leadership of Hemant Soren. He is going to be the Chief Minister. #JharkhandAssemblyPolls pic.twitter.com/EyjkwkTJ8n
— ANI (@ANI) December 23, 2019
ভোট গণনা এখনও পর্যন্ত শেষ না হলেও ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় ম্যাজিক ফিগার ৪১ সেই সংখ্যা ছুঁয়ে ফেলেছে বিরোধী জোট। অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন, ঝাড়খণ্ড বিকাশ মোর্চা যথাক্রমে ৩ করে আসনে এগিয়ে রয়েছে। এখন এদের সঙ্গে নিলেও সরকার গঠন করতে পারবে না বিজেপি।
এবার ভোটে হেমন্ত সোরেনকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভোটে লড়াই করেছিল জোট। জল-জঙ্গল-জমি ইস্যুতে সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে তারা। রাজ্য সরকার যে টেনেন্সি অ্যাক্ট পাস করেছিল তাকেই হাতিয়ার করে লড়াইয়ে নেমেছিল বিরোধীরা।
আরও পড়ুন-কলকাতায় বাম-বিজেপি মিছিলে যানজটের আশঙ্কা! জেনে নিন কখন, কোন পথে কোন মিছিল
এবার দুটি আসন থেকে লড়াই করছেন হেমন্ত সোরেন। বেলা বারোটা প্রর্যন্ত হেমন্ত সোরেন বরহাইত আসনে ৫৩১৯ ভোটে এগিয়ে থাকলেও ৫৩৮১ ভোটে পিছিয়ে ছিলেন দুমকা আসনে। তবে জোটের জয় ও নতুন মুখ্যমন্ত্রী প্রসঙ্গে তেজস্বী যাদব বলেন, এই নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা পাবে জোট। হেমন্ত সোরেনের নেতৃত্বে আমরা ভোটে লড়াই করেছিলাম। তাই হেমন্ত সোরেনই হবেন ঝাড়খণ্ডের পরবর্তি মুখ্যমন্ত্রী।