ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন:গণনায় প্রাথমিক ধাক্কা সামলে বিরোধী জোটের সঙ্গে জোর টক্কর বিজেপির

বুথ ফেরত সমীক্ষার ফলাফলের দিকেই এগোচ্ছে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল! গণনা শুরু হতেই বিপাকে পড়ে গেলও ঘুরে দাঁড়াল বিজেপি।

Updated By: Dec 23, 2019, 09:27 AM IST
ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন:গণনায় প্রাথমিক ধাক্কা সামলে বিরোধী জোটের সঙ্গে জোর টক্কর বিজেপির

নিজস্ব প্রতিবেদন: বুথ ফেরত সমীক্ষার ফলাফলের দিকেই এগোচ্ছে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল! গণনা শুরু হতেই বিপাকে পড়ে গেলও ঘুরে দাঁড়াল বিজেপি।

আরও পড়ুন-'ধর্মের ভিত্তিতে ভারতীয় নাগরিকত্ব হয় না', মোদীকে পাল্টা জবাব প্রকাশ কারাতের

সকাল আটটা নাগাদ ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের গণনা শুরু হয়েছে। গণনার শুরুতেই  ৪১ আসনে এগিয়ে কংগ্রেস-জেএমএম জোট। ২৪ আসনে এগিয়ে ছিল বিজেপি। ৪ আসনে এগিয়ে ছিল অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন। ঘণ্টা খানেকের মধ্যেই বদলে গেল ছবিটা।

এখনও পর্যন্ত ৩৫ আসনে এগিয়ে বিজেপি। ৩৩ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস-জেএমএম জোট। ৮ আসনে এগিয়ে অল ঝাড়খণ্ড স্টুডেন্টেস ইউনিয়ন।

উল্লেখ্য, বুথফেরত সমীক্ষায় এগিয়ে রাখা হয়েছিল কংগ্রেস-আরজেডি-জেএমএম জোটকে।  গত ১ বছরে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনে কোণঠাসা হয়ে পড়েছে বিজেপি।  হাতছাড়া হয়েছে রাজস্থান, ছত্তীসগড়, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র। হরিয়ানায় কোনও ক্রমে ক্ষমতা ধরে রেখেছে গেরুয়া শিবির। এরকম এক অবস্থায় ঝাড়খণ্ডের ফলাফল খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-উত্তর দিল্লিতে কাপড়ের গোডাউনে বিধ্বংসী আগুন, নিহত ৯

এবার লড়াইয়ের ময়দানে গুরুত্বপূর্ণ রাজনৈতির ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন, মুখ্যমন্ত্রী রঘুবর দাস, প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, অল ঝাড়ণ্ড স্টুডেন্টেস ইউনিয়ন প্রেসিডেন্ট সুদেশ মাহাতো ও ঝাড়খণ্ড বিকাশ মোর্চার বাবুলাল মারান্ডি।

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস-এর বুথফেরত সমীক্ষা অনুযায়ী কংগ্রেস-জেএমএম-আরজেডি জোট পেতে পারে ৩৫-৫০ আসন। বিজেপি পেতে পারে ২২-৩২ আসন।

অন্যদিকে, আইএনএস-সি ভোটার-এবিপি নিউজের সমীক্ষায় এগিয়ে রাখা হয়েছে জোটকেই। তারা পেতে পারে ৩৫ আসন। ৩২ আসন পেতে পারে বিজেপি। অন্যদিকে, অন্যান্যরা পেতে পারে ১৪ আসন।

.