JNU কাণ্ডে কানহাইয়া কুমার, উমর খালিদ ও অনির্বাণকে বহিষ্কারের সুপারিশ

JNU কাণ্ডে বহিষ্কার করা হোক কানহাইয়া কুমার, উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্যকে। বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ের কমিটি এমনই সুপারিশ করেছে বলে খবর সংবাদসংস্থা পিটিআই সূত্রে। আরও দুই পড়ুয়ার বহিষ্কারের নিদান দিয়েছে কমিটি। পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ, ক্যাম্পাসে তাঁরা দেশবিরোধী স্লোগান দিয়েছেন। কমিটির সুপারিশ খতিয়ে দেখবেন উপাচার্য M জগদেশ কুমার ও চিফ প্রোক্টর A ডিমরি। গতকালই উপচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কর্তারা বৈঠক করেন। স্থির হয়েছে এই কাণ্ডে কানহাইয়া সহ একুশজন পড়ুয়াকে শোকজ নোটিস দেওয়া হবে। JNU ক্যাম্পাসে দেশ বিরোধী স্লোগানের অভিযোগ ওঠার পর দশই ফেব্রুয়ারি তৈরি হয় তদন্ত কমিটি। কানহাইয়া, উমর খালিদ ও অনির্বাণকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়। কানহাইয়া বর্তমানে জামিনে মুক্ত। বাকিরা এখনও জেল হেফাজতে রয়েছেন। 

Updated By: Mar 15, 2016, 09:48 AM IST
JNU কাণ্ডে কানহাইয়া কুমার, উমর খালিদ ও অনির্বাণকে বহিষ্কারের সুপারিশ

ওয়েব ডেস্ক:JNU কাণ্ডে বহিষ্কার করা হোক কানহাইয়া কুমার, উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্যকে। বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ের কমিটি এমনই সুপারিশ করেছে বলে খবর সংবাদসংস্থা পিটিআই সূত্রে। আরও দুই পড়ুয়ার বহিষ্কারের নিদান দিয়েছে কমিটি। পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ, ক্যাম্পাসে তাঁরা দেশবিরোধী স্লোগান দিয়েছেন। কমিটির সুপারিশ খতিয়ে দেখবেন উপাচার্য M জগদেশ কুমার ও চিফ প্রোক্টর A ডিমরি। গতকালই উপচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কর্তারা বৈঠক করেন। স্থির হয়েছে এই কাণ্ডে কানহাইয়া সহ একুশজন পড়ুয়াকে শোকজ নোটিস দেওয়া হবে। JNU ক্যাম্পাসে দেশ বিরোধী স্লোগানের অভিযোগ ওঠার পর দশই ফেব্রুয়ারি তৈরি হয় তদন্ত কমিটি। কানহাইয়া, উমর খালিদ ও অনির্বাণকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়। কানহাইয়া বর্তমানে জামিনে মুক্ত। বাকিরা এখনও জেল হেফাজতে রয়েছেন। 

.