কর্ণাটকে শুরু হল ভোটগণনা, জেনে নিন ১০টি দরকারি কথা

মঙ্গলবার জানা যাবে কর্ণাটকের ভোটযুদ্ধের ফল। যুযুধান কংগ্রেস ও বিজেপি ছাড়াও লড়াইয়ের ময়দানে রয়েছে জেডিএস। বুথফেরত সমীক্ষা সত্যি হলে কুমারস্বামীর হাতেই থাকবে মসনদের চাবি। এক নজরে কর্ণাটক ভোটের দরকারি কয়েকটি তথ্য। 

Updated By: May 15, 2018, 07:58 AM IST
কর্ণাটকে শুরু হল ভোটগণনা, জেনে নিন ১০টি দরকারি কথা

মঙ্গলবার জানা যাবে কর্ণাটকের ভোটযুদ্ধের ফল। যুযুধান কংগ্রেস ও বিজেপি ছাড়াও লড়াইয়ের ময়দানে রয়েছে জেডিএস। বুথফেরত সমীক্ষা সত্যি হলে কুমারস্বামীর হাতেই থাকবে মসনদের চাবি। এক নজরে কর্ণাটক ভোটের দরকারি কয়েকটি তথ্য। 

১. ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় ভোটগ্রহণ হয়েছে ২২২টি আসনে। তাই সরকার গড়তে দরকার ১১২টি আসন। বুথ ফেরত সমীক্ষা বলছে, কর্ণাটকে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না কোনও দলই। ফলে জোট রাজনীতির ওস্তাদরা ইতিমধ্যে মুগুর ভাঁজতে শুরু করেছেন।

২. ১৯৮৫ সালের পর থেকে কর্ণাটকে কোনও দলই কর্ণাটকে ক্ষমতা ধরে রাখতে পারেনি। সেদিক থেকে কংগ্রেসের ওপর চাপ বেশি।

৩. উলটো দিকে কেন্দ্রে ও কর্ণাটকে একই দলের সরকার থাকেনি গত কয়েক দশক। ২০১৩ সালে কংগ্রেস কর্ণাটকে জিতলেও ২০১৪ সালে কেন্দ্রে তাদের পরাজয় হয়। 

৪. ভোটপ্রচারে জেডিএসকে বিজেপির বি টিম বলে বার বার কটাক্ষ করেছে কংগ্রে। ভোটের ফলপ্রকাশের পর সরকার গড়তে তাদেরই দ্বারস্থ হতে হবে কংগ্রেসকে। সেই বুঝে ভোট মিটতেই দর বাড়ানো শুরু করেছে জেডিএস। 

৫. সেক্ষেত্রে সরকার গড়তে সিদ্দারামাইয়ার বদলে অন্য কাউকে মুখ্যমন্ত্রী করতে পারে কংগ্রেস। জেডিএস ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন সিদ্দারামাইয়া। ফলে তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নিতে সমস্যা রয়েছে এইচডি দেবেগৌড়ার। এই সম্ভাবনার কথা মাথায় রেখে দরকারে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন সিদ্দারামাইয়াও। 

৬. উলটো দিকে ফল প্রকাশের আগেই নিজের শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য স্টেডিয়ামে বায়না দিয়ে রেখেছেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিএস ইয়েদুরাপ্পা। ১৭ তারিখ শপথগ্রহণ বলে আগেই ঘোষণা করে রেখেছেন অতিপ্রত্যয়ী এই বিজেপি নেতা। 

কিছুক্ষণের মধ্যেই কর্ণাটকে শুরু হবে ভোটগণনা, হাজারো সম্ভাবনা ভাসছে বাতাসে

৭. নিজেদের সরকার গঠনের দাবিতে অনড় জেডিএসও। তাদের দাবি মুখ্যমন্ত্রী হবেন এইচডি কুমারস্বামীই। 

৮. এবারের ভোটে দুটি কেন্দ্র থেকে লড়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তাঁর ২ আসন বাদামি ও চামুণ্ডেশ্বরীর দিকে নজর থাকবে সবার। তাছাড়া নজর থাকবে ইয়েদুরাপ্পার আসন শিকারিপুরার দিকেও। 

৯. কর্ণাটকের নির্বাচনী প্রচারে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ফলে হারজিত দুদলের কাছে কার্যত মর্যাদার লড়াই বলে মত বিশেষজ্ঞদের।

১০. ভোটগণনা শুরু মঙ্গলবার সকাল ৮টায়   

.