অর্থমন্ত্রকের বাড়তি দায়িত্বে পীযূষ গোয়েল, ডানা ছাঁটা হল স্মৃতি ইরানির
রাজ্যবর্ধন সিং রাঠোরকে একই সঙ্গে দেখভাল করতে হবে ক্রীড়া ও তথ্য-সম্প্রচার মন্ত্রকের।
নিজস্ব প্রতিবেদন: মোদী মন্ত্রীসভায় বড়সড় রদবদল। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের বাড়তি দায়িত্ব দেওয়া হল পীযূষ গোয়েলকে। অরুণ জেটলি সুস্থ না হওয়া পর্যন্ত রেল মন্ত্রকের সঙ্গেই অর্থমন্ত্রকের দায়িত্ব সামলাবেন মহারাষ্ট্রের এই বিজেপি নেতা।
আরও পড়ুন- এইমস-এ সফল কিডনি প্রতিস্থাপন, সুস্থ রয়েছেন জেটলি
অন্যদিকে ডানা ছাঁটা হল কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব থেকে সরানো হয়েছে তাঁকে। তাঁর পরিবর্তে এখন থেকে সেই দায়িত্ব সামলাবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর। অর্থাত্ স্মৃতি এখন কেবলমাত্র বস্ত্র মন্ত্রকের দায়িত্বেই রইলেন। আর রাজ্যবর্ধন সিং রাঠোরকে একই সঙ্গে দেখভাল করতে হবে ক্রীড়া ও তথ্য-সম্প্রচার মন্ত্রকের।
Piyush Goyal given additional charge of Finance Ministry till Arun Jaitley recovers, Rajyavardhan Rathore new Information & Broadcasting Minister. pic.twitter.com/Rv1HH7cJiN
— ANI (@ANI) May 14, 2018
উল্লেখ্য, এই রদবদলে মন্ত্রক পরিবর্তন হল দার্জিলিং-এর বিজেপি সাংসদ এস এস আলুওয়ালিয়ারও। পানীয় জল এবং নিকাশি মন্ত্রকের পরিবর্তে বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী হলেন আলুওয়ালিয়া।
SS Ahluwalia assigned the portfolio of MoS in Ministry of Electronics & Information Technology, relieved of his charges of MoS in Ministry of Drinking Water & Sanitation. Alphons Kannanthanam relieved of charge of MoS in Ministry of Electrionics and Information Technology. pic.twitter.com/PqI5ovpemw
— ANI (@ANI) May 14, 2018
আরও পড়ুন- প্রধানমন্ত্রীকে সতর্ক করুন, হুমকি দিচ্ছেন মোদী, রাষ্ট্রপতিকে চিঠি মনমোহনের