হুইল চেয়ারে বসে আত্মসমর্পন কাজির
১৯৯৩ এর মুম্বই বিস্ফোরণ মামলায় নাটকীয় মোড়। অবশেষে আত্মসমর্পন করলেন অন্যতম অভিযুক্ত প্রধান জাবিউন্নিসা কাজি। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার তিন দিন পর হুইল চেয়ারে বসে আত্মসমর্পন করলেন তিনি।
১৯৯৩ এর মুম্বই বিস্ফোরণ মামলায় নাটকীয় মোড়। অবশেষে আত্মসমর্পন করলেন অন্যতম অভিযুক্ত প্রধান জাবিউন্নিসা কাজি। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার তিন দিন পর হুইল চেয়ারে বসে আত্মসমর্পন করলেন তিনি।
এ দিন ৭৫ বছরের কাজিকে গ্রেফতার করার সময় তিনি হুইল চেয়ারে বসে ছিলেন। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে। টাডা আদালতে আত্মসমর্পন করেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পন করতে ব্যর্থ হন জাবিউন্নিসা কাজি। গত শুক্রবার কাজির বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে টাডা আদালত।