Kedarnath Yatra: প্রবল বৃষ্টিতে থমকে গেল কেদারনাথ যাত্রা, জারি কমলা সতর্কতা

গত ৩ মে অক্ষয় তৃতীয়ার দিন শুরু হয় চারধাম যাত্রা

Updated By: May 23, 2022, 09:20 PM IST
Kedarnath Yatra: প্রবল বৃষ্টিতে থমকে গেল কেদারনাথ যাত্রা, জারি কমলা সতর্কতা

নিজস্ব প্রতিবেদন: প্রবল বৃষ্টিতে তোলপাড় গোটা উত্তরাখণ্ড। কোনও কোনও জায়গায় হয়েছে প্রবল তুষারপাত। পরিস্থিতি বিচার করে কেদারনাথ যাত্রা স্থগিত করে দিল রাজ্য সরকার। পাশাপাশি সোম ও মঙ্গলবারের জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা।

রুদ্র প্রয়াগের CO প্রমোদ কুমার সংবাদমাধ্যমে জানিয়েছেন, পায়ে হেঁটে যে সব পুন্যার্থী কেদারনাথ যাচ্ছিলেন তাদের ফিরিয়ে আনা হয়েছে। গুপ্তকাশীতেই থামিয়ে দেওয়া হয়েছে ৫০০০ পুন্যার্থীকে। আপাতত তাদের কেদারনাথে যেতে নিষেধ করা হয়েছে।

এদিকে সোমবার কেদারনাথ যাত্রাপথে প্রবল তুষারপাত হয়। তাপমাত্রা নেমে যায় অনেকটাই। প্রবল সমস্যায় পড়ে যান পুন্যার্থীরা।

উল্লেখ্য, গত ৩ মে অক্ষয় তৃতীয়ার দিন শুরু হয় চারধাম যাত্রা। কেদারনাথ খুলে যায় ৬ মে। অন্যদিকে, বদ্রীনাথ পুন্যার্থীদের জন্য খুলে দেওয়া হয় ৮ মে।

আরও পড়ুন-'মদনদা চা-সিঙ্গারা খেতে ডেকেছেন', Zee ২৪ ঘণ্টায় ঠিকানা ফাঁস করলেন অর্জুন সিং

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.