হাসপাতালে ভর্তি করা হল পিনারাই বিজয়নকে

হাসপাতালে ভর্তি করা হল কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে। শনিবার কাকভোরে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাাতলে ভর্তি করা হয়েছে তাঁকে। 

Updated By: Mar 3, 2018, 10:50 AM IST
হাসপাতালে ভর্তি করা হল পিনারাই বিজয়নকে

ওয়েব ডেস্ক: হাসপাতালে ভর্তি করা হল কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে। শনিবার কাকভোরে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাাতলে ভর্তি করা হয়েছে তাঁকে। 

হাসপাতালের তরফে কিছু জানানো না হলেও সূত্রের খবর, বিজয়নের চিকিত্সায় গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড। তার মধ্যে রয়েছেন এক সংক্রামক রোগ বিশেষজ্ঞও। 

৭২ বছর বয়সী পিনারাই বিজয়নের কী সংক্রমণ হয়েছে তা অবশ্য এখনো জানা যায়নি। 

আরও পড়ুন - ত্রিপুরায় প্রবলভাবে উঠে আসছে বিজেপি, পিছিয়ে পড়ল সিপিএম

সম্প্রতি কেরলের এক গণপিটুনির ঘটনা দেশজুড়ে শিরোনাম হয়। শুক্রবার মৃত সেই যুবকের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজয়ন। দোষীদের উপযুক্ত শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি। এর পরই অসুস্থ হয়ে পড়েন পিনারাই বিজয়ন।

 

.