নিয়ম মেনেই চপার চুক্তি, দাবি খুরশিদের

যথাযথ আইন মেনেই ভিভিআইপি চপার চুক্তি হয়েছে বলে দাবি করলেন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। ইউপিএর স্বচ্ছতার দাবি তুলে খুরশিদ শনিবার বলেন, "আমার মনে হয় বিষয়টি নিয়ে অযথা রাজনীতি করার প্রয়োজন নেই। এটা জাতীয় বিষয়। সরকার সমস্ত পদ্ধতি মেনেই এই চুক্তি করেছে।" দু`দিনের বাংলাদেশ সফরে এ দিন ঢাকায় সাংবাদিকদের সঙ্গে কথার সময় কেন্দ্রীয়মন্ত্রী এ কথা বলেন।

Updated By: Feb 16, 2013, 04:16 PM IST

যথাযথ আইন মেনেই ভিভিআইপি চপার চুক্তি হয়েছে বলে দাবি করলেন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। ইউপিএর স্বচ্ছতার দাবি তুলে খুরশিদ শনিবার বলেন, "আমার মনে হয় বিষয়টি নিয়ে অযথা রাজনীতি করার প্রয়োজন নেই। এটা জাতীয় বিষয়। সরকার সমস্ত পদ্ধতি মেনেই এই চুক্তি করেছে।" দু`দিনের বাংলাদেশ সফরে এ দিন ঢাকায় সাংবাদিকদের সঙ্গে কথার সময় কেন্দ্রীয়মন্ত্রী এ কথা বলেন।
অগস্টাওয়েস্টল্যান্ডের সঙ্গে চুক্তি বাতল করা হবে কিনা সে বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, "সরকার ইতিমধ্যেই নোটিস জারি করেছে।" তবে বেশ কিছু পদ্ধতি মেনেই যে সব ব্যবস্থা নেওয়া হবে তা স্পষ্ট করে দিয়েছেন খুরশিদ। এই দুর্নীতিতে নাম জড়িয়েছে রাষ্ট্রপতিরও। সে প্রসঙ্গে তিনি বলেন, "আমার মনে হয় না তাঁদের অভিযোগের ভিত্তি আছে।" এই ধরনের বিতর্কে রাষ্ট্রপতির মতো সম্মানীয় ব্যক্তির নাম জড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন খুরশিদ।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামারনের আসন্ন ভারত সফরে এর প্রভাব পড়বে কিনা তা নিয়েও প্রশ্ন করা হয় খুরশিদকে। তিনি জানান, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরফসূচিতে এই বিষয়টি না থাকলেও আলোচনায় বিষয়টি উঠে আসতে পারে। বলে জানিয়ছেন কেন্দ্রীয়মন্ত্রী।
তবে খুরশিদ আড়াল করার চেষ্টা করলেও চপার বিতর্কে দ্বিতীয় ইউপিএ সরকার যে বেশ চাপে তা স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।

.