বিয়ের কার্ড নিয়ে টাকা তুলতে যাওয়ার আগে RBI-এর এই শর্তগুলো জেনে নিন

সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, শুধুমাত্র বিয়ের জন্যই পাত্র বা পাত্রী কিংবা তাঁদের বাবা-মা ব্যাঙ্ক থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন। সরকারের এই ঘোষণার পর রিজার্ভ ব্যাঙ্ক বিয়ের কারণে টাকা তোলার উপর কিছু শর্ত জারি করেছে। দেখে নিন সেগুলো কী কী-

Updated By: Nov 22, 2016, 11:13 AM IST
বিয়ের কার্ড নিয়ে টাকা তুলতে যাওয়ার আগে RBI-এর এই শর্তগুলো জেনে নিন

ওয়েব ডেস্ক: সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, শুধুমাত্র বিয়ের জন্যই পাত্র বা পাত্রী কিংবা তাঁদের বাবা-মা ব্যাঙ্ক থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন। সরকারের এই ঘোষণার পর রিজার্ভ ব্যাঙ্ক বিয়ের কারণে টাকা তোলার উপর কিছু শর্ত জারি করেছে। দেখে নিন সেগুলো কী কী-

১) বিয়ের কার্ড।

২) বিবাহ স্থান এবং ক্যাটারারের অগ্রিম টাকা প্রদানের কপি।

আরও পড়ুন আপনার এই অ্যাকাউন্ট থাকলেই আপনি সপ্তাহে ৫০ হাজার টাকা তুলতে পারবেন

৩) এই সুবিধা শুধুমাত্র নোট বাতিলের ক্ষেত্রেই প্রযোজ্য।

৪) এই সুবিধা ৩০ ডিসেম্বরের আগে শুধুমাত্র বিয়ের ক্ষেত্রেই প্রযোজ্য।

৫) ব্যাঙ্ককে এই সংক্রান্ত সমস্ত নথি সংগ্রহ করে রাখতে হবে এবং রিজার্ভ ব্যাঙ্ককে তা প্রদান করতে হবে।

আরও পড়ুন নয়া নোটে নাকি চিপ? গুজব নাকি সত্যি জেনে নিন

৬) এই ক্ষেত্রে টাকা তোলার জন্য পাত্র বা পাত্রীর অভিভাবক কিংবা পাত্র বা পাত্রী নিজেও তুলতে পারবেন। উভয়ে একসঙ্গে এই টাকা তুলতে পারবেন না।

৭) ব্যাঙ্কের কাছে এই সংক্রান্ত সমস্ত সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করে রাখতে হবে। এবং প্রয়োজনে তা কর্তৃপক্ষের কাছে প্রদানও করতে হবে।

.