নাম বদলের 'নামাবলী'
আজ যেমন শুনলেন আর পশ্চিমবঙ্গ নয় আমার-আপনার রাজ্যের নাম হতে চলেছে বঙ্গ/বাংলা। বিভিন্ন সময় দেশের বিভিন্ন রাজ্যের নাম পরিবর্তন হয়।
ওয়েব ডেস্ক: আজ যেমন শুনলেন আর পশ্চিমবঙ্গ নয় আমার-আপনার রাজ্যের নাম হতে চলেছে বঙ্গ/বাংলা। বিভিন্ন সময় দেশের বিভিন্ন রাজ্যের নাম পরিবর্তন হয়।
আরও পড়ুন- বদলে যাচ্ছে নাম, পশ্চিমবঙ্গ এবার থেকে শুধুই বঙ্গ বা বাংলা!
এক নজরে দেখে নেওয়া যাক দেশের নাম বদলের ইতিবৃত্ত
ইস্ট পঞ্জাব থেকে পঞ্জাব (২৬ জানুয়ারি ১৯৫০ সালে পরিবর্তন হয়)
ইউনাইটেড প্রভিন্স থেকে উত্তরপ্রদেশ (২৬ জানুয়ারি ১৯৫০ এই পরিবর্তন হয়)
হায়দরাবাদ থেকে অন্ধ্রপ্রদেশ ( ১ নভেম্বর, ১৯৫৬ এই পরিবর্তন হয়)
ত্রাভানকোর-কোচিন থেকে কেরালা (১ নভেম্বর, ১৯৫৬ সালে এই পরিবর্তন হয়)
মধ্যভারত থেকে মধ্যপ্রদেশ (১ নভেম্বর, ১৯৫৯ সালে এই পরিবর্তন হয়)
মাদ্রাজ থেকে তামিলনাড়ু (১৪ জানুয়ারি, ১৯৬৯ সালে পরিবর্তন হয়)
মাইসুর থেকে কর্ণাটক ( ১ নভেম্বর ১৯৭৩ সালে এই পরিবর্তন হয়
উত্তরাঞ্চল থেকে উত্তরাখণ্ড (১ জানুয়ারি,২০০৭ সালে পরিবর্তন হয়)
ওড়িশা থেকে ওডিশা ( ২০১১ নভেম্বর থেকে কার্যকর হয়)
কেন্দ্রশাসিত অঞ্চল
পন্ডিচেরি থেকে পুদুচেরি (১ অক্টোবর,২০০৬)
লাকাডাইভ, মিনিকই থেকে লাক্ষাদ্বীপ (১ অক্টোবর, ২০০৬ সালে পরিবর্তন হয়)
----------
এখনও কার্যকর হয়নি, তবে হতে পারে
আসাম (Assam) থেকে অসম (Asom )
পশ্চিমবঙ্গ থেকে বঙ্গ/বাংলা