পর্যাপ্ত নিরাপত্তায় খামতি রয়েছে, পিছিয়ে গেল পূর্ব ত্রিপুরার ভোট

আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, নিরাপত্তা জনিত কারণে আগামিকাল ভোটগ্রহণ হবে না পূর্ব ত্রিপুরায়।

Updated By: Apr 17, 2019, 09:23 AM IST
পর্যাপ্ত নিরাপত্তায় খামতি রয়েছে, পিছিয়ে গেল পূর্ব ত্রিপুরার ভোট

নিজস্ব প্রতিবেদন: নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক নয়। পূর্ব ত্রিপুরায় পিছিয়ে গেল ভোট। 

 

 

বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ । অসম, বিহার, ছত্তিসগড় সহ একাধিক রাজ্যে ভোটগ্রহণ হবে। ভোট হওয়ার কথা ছিল পূর্ব ত্রিপুরাতেও। কিন্তু কাল পূর্ব ত্রিপুরার ভোটগ্রহণ বাতিল করল নির্বাচন কমিশন। 

সন্ত্রাসবাদ দমনে সেনাকে অস্ত্র কেনার বিশেষ অধিকার দিল কেন্দ্র
আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, নিরাপত্তা জনিত কারণে আগামিকাল ভোটগ্রহণ হবে না পূর্ব ত্রিপুরায়।
 পূর্ব ত্রিপুরায় ভোটগ্রহণ ২৩ এপ্রিল। রাজ্য সরকারের কাছে  আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আর্জি জানিয়েছে নির্বাচন কমিশন।

রাজনাথের বিরুদ্ধে লড়তে সমাজবাদী পার্টিতে শত্রুঘ্ন-পত্নী পুনম
এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর কমিশন। নিরাপত্তার বিষয়টিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের ভোট নিয়ে সতর্ক নির্বাচন কমিশন। বারবার নির্বাচন সংক্রান্ত অভিযোগ ওঠায় বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হল নির্বাচন কমিশনের তরফে। ওই দায়িত্ব দেওয়া হয়েছে বিহারের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক অজয় নায়েককে।

.