বিপুল জয়ের পর 'চৌকিদার' বাদ দিয়ে প্রধানমন্ত্রী হলেন মোদী, কী ব্যাখ্যা দিলেন?
২০১৪ সালের ফলকেও ছাপিয়ে দিয়েছে এবারের ফল।
নিজস্ব প্রতিবেদন: 'চৌকিদার' শব্দটি নিয়ে লোকসভা ভোটে শাসক-বিরোধীদের মধ্যে জমে উঠেছিল তরজা। টুইটারে নিজের নামের আগে 'চৌকিদার' বসিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাঁকে অনুসরণ করেছিলেন বিজেপির ছোট-বড় নেতা থেকে কর্মীরা। ভোটের ফলে জয় নিশ্চিত হতেই 'চৌকিদার' থেকে আবারও নরেন্দ্র মোদী হয়ে গেলেন প্রধানমন্ত্রী। ছেঁটে দিলেন 'চৌকিদার' শব্দটি।
প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, ভারতবাসী চৌকিদার হয়ে উঠেছেন। দেশের জন্য দারুণ কাজ করেছেন তাঁরা। জাতপাত, সাম্প্রদায়িকতা, দুর্নীতি ও স্বজনপোষণের বিরুদ্ধে লড়াইয়ে শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে চৌকিদার।
The people of India became Chowkidars and rendered great service to the nation. Chowkidar has become a powerful symbol to safeguard India from the evils of casteism, communalism, corruption and cronyism.
— Narendra Modi (@narendramodi) May 23, 2019
তিনি আরও লিখেছেন, ''চৌকিদারের কর্মশক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সময় এসে গিয়েছে। ভারতের অগ্রগতির জন্য এই কর্মশক্তিকে প্রতি মুহূর্তে বাঁচিয়ে রাখতে হবে। 'চৌকিদার' শব্দটি টুইটার থেকে বাদ দিচ্ছি, তবে এটা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। আপনাদের কাছেও সেই আবেদন করছি''।
Now, the time has come to take the Chowkidar Spirit to the next level.
Keep this spirit alive at every moment and continue working for India’s progress.
The word ‘Chowkidar’ goes from my Twitter name but it remains an integral part of me. Urging you all to do the same too!
— Narendra Modi (@narendramodi) May 23, 2019
২০১৪ সালের ফলকেও ছাপিয়ে দিয়েছে এবারের ফল। তিনশোর বেশি আসন নিয়ে প্রত্যাবর্তন করেছে মোদী সরকার। সে জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা, ধন্যবাদ ভারত! আমাদের জোটের আপনারা ভরসা রেখেছেন। সাধারণ মানুষের আশাপূরণে আরও পরিশ্রম করার শক্তি দিলেন আপনারা। বিজেপি কর্মীদের দৃঢ়তা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমকে কুর্নিশ করছি। ঘরে ঘরে গিয়ে উন্নয়নমুখী কাজগুলির প্রচার করেছেন তাঁরা।
Thank you India! The faith placed in our alliance is humbling and gives us strength to work even harder to fulfil people's aspirations.
I salute every BJP Karyakarta for their determination, perseverance & hardwork. They went home to home, elaborating on our development agenda.
— Narendra Modi (@narendramodi) May 23, 2019
রাফাল দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রীকে 'চৌকিদার চোর হ্যায়' খোঁচা দিতে শুরু করেন রাহুল গান্ধী। আর সেই শ্লেষকে হাতিয়ার করে পাল্টা প্রচারে নামে বিজেপি। আর যে কর্মসূচির নেতৃত্ব দেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুরু হয়, 'ম্যায় ভি চৌকিদার' প্রচার। তখনই টুইটারে নিজের নামের আগে 'চৌকিদার' শব্দটিও বসান মোদী। তাঁর দেখাদেখি বাকি বিজেপি নেতা-কর্মীরাও রাতারাতি হয়ে ওঠেন 'চৌকিদার'।
আরও পড়ুন- চার-পাঁচ জন কেন্দ্রীয় মন্ত্রী পেতে চলেছে বাংলা, কারা পাচ্ছেন মন্ত্রিত্ব?