মধ্যপ্রদেশে স্কুলবোর্ডের চমক, ফলাফল প্রকাশিত হল জাতপাতের ভিত্তিতে

বোর্ড চোয়ারম্যানের দাবি, ‘যেভাবে ফলাফল প্রকাশ করা হয়েছে তা পরীক্ষার্থীদের খুঁজে পেতে সুবিধা হবে। এতে জাতপাতের কী ব্যাপার রয়েছে তা বুঝতে পারছি না

Updated By: May 23, 2018, 10:56 AM IST
মধ্যপ্রদেশে স্কুলবোর্ডের চমক, ফলাফল প্রকাশিত হল জাতপাতের ভিত্তিতে

নিজস্ব প্রতিবেদন: এমনও হয়! পরীক্ষার ফলাফল জানতে রোল নম্বর কিংবা রেজিস্টেশন নম্বর নয়, দরকার জাতপাতের পরিচয়। মধ্যপ্রদেশ সেকেন্ডারি স্কুল বোর্ড-এর এমন কীর্তি নিয়ে সম্প্রতি রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

আরও পড়ুন-দিল্লি মেট্রোয় লাইন পার হয়ে গিয়ে বরাতজোরে রক্ষা, দেখুন ভিডিও

গত ১৪ মে প্রকাশিত হয়েছে মধ্যপ্রদেশ স্কুল বোর্ডের দশম ও একাদশ শ্রেণির ফলাফল। বোর্ডের পক্ষ থেকে ফলাফলের যে তালিকা (ট্যাবুলেশন কিট) প্রকাশ করা হয়েছে, সেখানে পরীক্ষার্থীদের ওবিসি, এসসি, এসটি ও জেনারেল ক্যাটাগোরি অনুযায়ী চিহ্নিত করা হয়েছে। এর জন্য, ফল জানতে পরীক্ষার্থীদের জাতপাতের পরিচয়টাই মুখ্য হয়ে উঠেছে। 

মধ্যপ্রদেশ রাজ্য স্কুল বোর্ডের চেয়ারম্যান এস আর মোহান্তি অবশ্য এর একটা জুতসই সাফাই দেওয়ার চেষ্টা করেছেন। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ‘আসলে জাতপাতভিত্তিক ফলাফল প্রকাশ করা হয়নি। বরং জাতপাত ভিত্তিক পরিচয় থাকলে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয় বলেই ওই ভাবে ফলাফল প্রকাশ করা হয়েছে।’

আরও পড়ুন-মাথায় প্রবল চাপ, আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন কুমারস্বামী

বোর্ড চোয়ারম্যানের দাবি, ‘যেভাবে ফলাফল প্রকাশ করা হয়েছে তা পরীক্ষার্থীদের খুঁজে পেতে সুবিধা হবে। এতে জাতপাতের কী ব্যাপার রয়েছে তা বুঝতে পারছি না। এভাবে অন্য অনেক পরীক্ষার ফলও প্রকাশিত হয়। বহু বছর ধরেই এখানে এভাবেই ফলপ্রকাশ করা হচ্ছে। এটাকে নিয়ে কেন এত হইচই করা হচ্ছে জানি না।’
প্রসঙ্গত, এনিয়ে সরব হয়েছে কংগ্রেস। দলের পক্ষ থেকে এই ফলাফলকে জাতপাতভিত্তিক ফলাফল বলা হচ্ছে।

.