নরেন্দ্র মোদী Paytm-এর ফেরিওয়ালা : মমতা
মোদীকে Paytm-এর ফেরিওয়ালা বললেন বাংলার অগ্নিকন্যা। নোট বাতিলের পরে ৫০ দিন পার তবুও দেশে নগদের হাল ফেরেনি, মত মুখ্যমন্ত্রী মমতার। তৃণমূল সাংসদ তাপস পালের গ্রেফতারির পর সাংবাদিক সম্মলনে বসে বিজেপি সরকারের প্রতি তুমুল ক্ষোভ উগরে দিলেন মমতা।
ওযেব ডেস্ক: মোদীকে Paytm-এর ফেরিওয়ালা বললেন বাংলার অগ্নিকন্যা। নোট বাতিলের পরে ৫০ দিন পার তবুও দেশে নগদের হাল ফেরেনি, মত মুখ্যমন্ত্রী মমতার। তৃণমূল সাংসদ তাপস পালের গ্রেফতারির পর সাংবাদিক সম্মলনে বসে বিজেপি সরকারের প্রতি তুমুল ক্ষোভ উগরে দিলেন মমতা।
আরও পড়ুন- প্রতিশোধ নিতেই কি পাক বিমানবন্দরের ওয়েবসাইট হ্যাক করল ভারত?
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 'ভিনডিকটিভ' আচরণ করা হচ্ছে বলে অভিযোগ মমতার। দেশে নগদের বেহাল অবস্থা এখনও জারি রয়েছে অথচ সরকার বলেছিল এবছরের শেষেই সব ঠিক হয়ে যাবে, তাই নজিরবিহীনভাবে আক্রমণে যেতে দেখা গিয়েছে তৃমমূল সুপ্রিমোকে। পাশাপাশি তাঁর প্রশ্ন, পেটিএমের মতো একটি সংসস্থাকে যেখানে আমেরিকার মতো দেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সেখানে কেন ভারত তাদের ব্যবসা বৃদ্ধিতে সাহায্য করছে? মুখে চিন বিরোধীতা অথচ চিনা সংস্থা পেটিএমকে সাহায্য করাকে নিয়েও খোঁচা দিয়েছেন মমতা।