আরও একবার দিল্লি দাপাতে তৈরি দিদি

দিল্লি ফের দিদিময়। ইস্যু, নোট বাতিল। হাতিয়ার, মানুষের ভোগান্তি। কেন্দ্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে, আরও একবার দিল্লি দাপাতে তৈরি দিদি। সুর আরও চড়া। আজ সংসদ চত্বরে ধরনায় বসছেন ২০০ জন বিরোধী সাংসদ। সেই ধরনার পর যন্তরমন্তরে বিক্ষোভ, অবস্থানে বসবেন মুখ্যমন্ত্রী। আন্দোলন শুধু দিল্লিতে নয়, প্রতিবাদ বিক্ষোভ হবে এ রাজ্যেও। আজ কলকাতায় পথে নেমে প্রতিবাদ কর্মসূচি রয়েছে তৃণমূলের। কাল তৃণমূলের বিক্ষোভ হবে প্রতিটি জেলায়, ব্লকে ব্লকে।

Updated By: Nov 23, 2016, 09:32 AM IST
আরও একবার দিল্লি দাপাতে তৈরি দিদি

ওয়েব ডেস্ক: দিল্লি ফের দিদিময়। ইস্যু, নোট বাতিল। হাতিয়ার, মানুষের ভোগান্তি। কেন্দ্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে, আরও একবার দিল্লি দাপাতে তৈরি দিদি। সুর আরও চড়া। আজ সংসদ চত্বরে ধরনায় বসছেন ২০০ জন বিরোধী সাংসদ। সেই ধরনার পর যন্তরমন্তরে বিক্ষোভ, অবস্থানে বসবেন মুখ্যমন্ত্রী। আন্দোলন শুধু দিল্লিতে নয়, প্রতিবাদ বিক্ষোভ হবে এ রাজ্যেও। আজ কলকাতায় পথে নেমে প্রতিবাদ কর্মসূচি রয়েছে তৃণমূলের। কাল তৃণমূলের বিক্ষোভ হবে প্রতিটি জেলায়, ব্লকে ব্লকে।

আরও দেখুন শাদি সে বড়া রুপাইয়া!

অন্যদিকে, নোট বাতিল ইস্যুতে দেশের বিভিন্ন আদালতে চলা মামলা সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেওয়া হোক। কেন্দ্রের এই আবেদনে আজ শুনানি শীর্ষ আদালতে। ১৮ তারিখ শুনানির সময় নোট উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি TS ঠাকুর। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশের কোনও নিম্ন আদালতে যেন এই সংক্রান্ত মামলা গ্রহণ না করা হয়। এই আবেদন নিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই আবেদন রাখেনি সুপ্রিম কোর্ট। বরং কেন্দ্রের কাছে শীর্ষ আদালত জানতে চায়, পরিস্থিতি এখনও স্বাভাবিক হল না কেন? কেন নামিয়ে দেওয়া হল টাকা বদলের ঊর্ধ্বসীমা?

আরও দেখুন ২৪ ঘণ্টা ইমপ্যাক্ট

.