মমতা-দীনেশ কাজিয়া তুঙ্গে, ফেসবুক দীনেশেরই সঙ্গে

রেল বাজেট পেশ করার পর থেকেই রাজনীতি আর খবরের কেন্দ্রে দীনেশ ত্রিবেদী। মনমোহন সরকারের সঙ্গে তৃণমূল নেত্রীর টানাপোড়েন চরমে। কে হবেন পরবর্তী রেলমন্ত্রী, তুঙ্গে জল্পনা। কেন্দ্রে সমর্থন কি তুলে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেশের রাজনীতি যখন এই সব প্রশ্নে সরগরম, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলি মজেছে কার্টুনিং, প্যারডিতে। দেদার `লাইক` করছেন মানুষ।

Updated By: Mar 15, 2012, 10:04 PM IST

রেল বাজেট পেশ করার পর থেকেই রাজনীতি আর খবরের কেন্দ্রে দীনেশ ত্রিবেদী। মনমোহন সরকারের সঙ্গে তৃণমূল নেত্রীর টানাপোড়েন চরমে। কে হবেন পরবর্তী রেলমন্ত্রী, তুঙ্গে জল্পনা। কেন্দ্রে সমর্থন কি তুলে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেশের রাজনীতি যখন এই সব প্রশ্নে সরগরম, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলি মজেছে কার্টুনিং, প্যারডিতে। দেদার `লাইক` করছেন মানুষ।
মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করুন আর না-ই করুন, তাঁর সুরে সুর মিলিয়ে তৃণমূলও মুখ ফিরিয়ে নিয়ে থাকতে পারে, কিন্তু দেশের মানুষ, থুড়ি আম আদমি কিন্তু তাঁরই পক্ষে। অন্তত ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটিকে যদি বিশ্বাস করতে হয়। কারণ, সেখানে ঠাট্টা-তামাসার সুর কিন্তু দীনেশপন্থী। মমতাকে একটু কোণঠাসা করতে পারলেই যেন সবার মনের সুখ। আর সেই ঝাল মেটাতে প্রথম টার্গেট মুকুল রায়। রেল যেন সোনার খনি। আর মুকুল রায়কে সেই টোপ দিচ্ছেন তাঁর নেত্রী। বিদ্রূপপ্রশ্ন মমতাকেও, রেলকে কে নিয়ে গিয়েছিল আইসিসিইউয়ে? ইঙ্গিতটা যে রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে, সেটা স্পষ্ট পরের খোঁচায়। পশ্চিমবঙ্গ নামে রাজ্যটা কবে যাবে আইসিসিইউয়ে? দীনেশ ত্রিবেদীর প্রসঙ্গ টেনে খোঁচা আরেক দফা। যে-ই রাজি হবে না তৃণমূল নেত্রীর মতে, তাকেই খোয়াতে হবে চাকরি। সেই হবে কালসাপ। দীনেশ ত্রিবেদীর সঙ্গে অবশ্য কবীর সুমন এবং ব্রাত্য বসুর ছবিও উজ্জ্বল। ফলে মা-মাটি-মানুষের এক্সপার্টের হাতে ঘটে যায় এক ডক্টর কি মওত। কারণ, তাঁদের দু`জনার দুটি লাইন যে দুদিকে বেঁকে গিয়েছে। অনভিপ্রেত দুর্ঘটনার মতো সংঘাত এবং পতনও অনিবার্য। ডারইউনের থিয়োরি: যোগ্যতমের উদ্বর্তন। কে বেশি যোগ্য?
শিক্ষা নয়, রাজনৈতিক দাপটে। এই প্রশ্ন যদি ওঠে, তবে স্বাভাবিক উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়। আর শিক্ষাগত যোগ্যতা যদি হয়, ব`লে ব`লে গোল দেবেন ত্রিবেদ-পাঠক, ডক্টর ত্রিবেদী। তবু যুক্তির প্রশ্নে দিনমণি বা দীনের ত্রাতা ডাক্তার দীনেশ নিজেই ঠাঁই পান আইসিসিইউয়ে। থুড়ি ঠাঁই পায় তার মন্ত্রিত্বের কেরিয়ার। হেসে ওঠে ফেসবুক।

.