দিনদুপুরে দিল্লিতে বিজেপি সাংসদের দফতরের সামনে চলল গুলি, গ্রেফতার ১
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতা থেকেই ওই কাণ্ড করেছেন রামেশ্বর
নিজস্ব প্রতিবেদন: খোদ রাজধানীতে বিজেপি সাংসদের দফতরের সামনে গুলি। গ্রেফতার ৫১ বছরের এক ব্যক্তি। সোমবার এনিয়ে তোলপাড় দিল্লির রোহিনী।
আরও পড়ুন-জগদ্ধাত্রী পুজোয় ট্রেনে ব্যাপক ভিড়, শেওড়াফুলিতে ট্রেন থেকে পরে মৃত ২ যাত্রী
দিল্লির রোহিনী এলাকায় রয়েছে বিজেপি সাংসদ হংস রাজ হংসের দফতর। সোমবার সেখান এসে হাজির হন রামেশ্বর পহেলওয়ান নামে এক ব্যক্তি। গাড়ি থেকে নেমে পিস্তল বের করে শূন্যে দুবার গুলি চালান। তারপর ফের গাড়ি করে চলে যান। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভির ফুটেজে।
#WATCH Delhi: A 51-year-old, Rameshwar Pehalwan fired 2 shots outside the office of BJP MP Hans Raj Hans in Rohini, today. He was arrested later. A case has been registered under section 336 and 427 of the Indian Penal Code (IPC). pic.twitter.com/SJfBLnOWzK
— ANI (@ANI) November 4, 2019
পুলিস সূত্রে জানা গিয়েছে রামেশ্বর পহেলওয়ান গত ২৩ বছর ধরে দিল্লি বিশ্ববিদ্যালয়ে কুস্তি প্রশিক্ষণ দেন। থাকেন দিল্লির ভাওয়ানায়। কেন তিনি হঠাত্ বিজেপি সাংসদের দফতরের সামনে গুলি চালাতে গেলেন তা এখনও স্পষ্ট নয়।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতা থেকেই ওই কাণ্ড করেছেন রামেশ্বর। রোহিনীর ডেপুটি কমিশনার এস ডি মিশ্র জানিয়েছেন, রামেশ্বরের গাড়ি ও পিস্তলটি বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন-বাইরে থেকে তালা, সোনারপুরে নিজের ঘর থেকে উদ্ধার গৃহবধূর নলিকাটা দেহ
ঘটনা নিয়ে হংস রাজ হংস এক বিবৃতিতে জানিয়েছেন, কারও সঙ্গে কোনও ব্যক্তিগত শত্রুতা আমার নেই। জনবিরোধী রাজনীতির বিরুদ্ধে বরবারই কাজ করে গিয়েছি। এত কেউ হয়তো ক্ষুব্ধ হতে পারে।