পাঠানকোট হামলার মাস্টারমাইন্ড জয়শ প্রধান মাসুদ আজহার
ভারতের পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পিছনে মাস্টারমাইন্ড ছিল জয়শ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার। এই ঘটনায় মাসুদ ছাড়া আরও তিনজনকে দোষী সাব্যস্ত করল মোহালির বিশেষ আদালত।
ওয়েব ডেস্ক : ভারতের পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পিছনে মাস্টারমাইন্ড ছিল জয়শ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার। এই ঘটনায় মাসুদ ছাড়া আরও তিনজনকে দোষী সাব্যস্ত করল মোহালির বিশেষ আদালত।
আরও পড়ুন- পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে আত্মঘাতী জঙ্গি হানা
২০১৬ সালের ২ জানুয়ারি পাঠানকোট বায়ুসেনা ছাউনিতে হামলা চালায় জঙ্গিরা। হামলার দায় স্বীকার করে পাক সন্ত্রাসবাদী সংগঠন জয়শ-ই-মহম্মদ। ঘটনায় ৪ জঙ্গিকে নিকেশ করা হলেও, ২ জন ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনীর জওয়ান শহীদ হন।
হামলার ঘটনার পিছনে কারা ও ঘটনার মাস্টারমাইন্ড কে তা খুঁজতে শুরু হয় তদন্ত। তদন্তভার হাতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA। গতকাল মোহালিতে NIA-র এক বিশেষ আদালতের তরফেই এই রায় দেওয়া হয়।
আরও পড়়ুন- মাসুদ আজহারকে নিষিদ্ধ ঘোষণা করার প্রস্তাবে বাধা চিনের
সম্প্রতি, ভারতের তরফে রাষ্ট্রসংঘে দাবি করা হয় মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে গণ্য করা হোক। যদিও, তাদের এই দাবির বিরুদ্ধে দাঁড়িয়েছে প্রতিবেশী দেশ চিন।