বিদ্রোহ আর চুমুর দিব্যি...

নীতি পুলিসের বিরুদ্ধে অভিনব প্রতিবাদের রাস্তা ধরল কেরল। সপ্তাহ খানেক আগে কালিকটের এক রেস্তোরাঁতে 'অশালীন' আচরণের অভিযোগে ভাঙচুর চালিয়েছিল একটিবিজেপির যুব শাখার কিছু কর্মী। কিছুদিনের মধ্যেই সোশ্যাল নেটওয়ার্ক সাইটের হাত ধরে এই নীতি পুলিসের কার্যকলাপের বিরুদ্ধে ঠোঁটে ঠোঁট রেখে বিদ্রোহের ডাক দেওয়া হওয়া। ডাক দেওয়া হল ভালবাসাকেই প্রতিবাদের হাতিয়ার করার।

Updated By: Oct 30, 2014, 10:41 AM IST
 বিদ্রোহ আর চুমুর দিব্যি...

কালিকট: নীতি পুলিসের বিরুদ্ধে অভিনব প্রতিবাদের রাস্তা ধরল কেরল। সপ্তাহ খানেক আগে কালিকটের এক রেস্তোরাঁতে 'অশালীন' আচরণের অভিযোগে ভাঙচুর চালিয়েছিল একটিবিজেপির যুব শাখার কিছু কর্মী। কিছুদিনের মধ্যেই সোশ্যাল নেটওয়ার্ক সাইটের হাত ধরে এই নীতি পুলিসের কার্যকলাপের বিরুদ্ধে ঠোঁটে ঠোঁট রেখে বিদ্রোহের ডাক দেওয়া হওয়া। ডাক দেওয়া হল ভালবাসাকেই প্রতিবাদের হাতিয়ার করার।
 
'ভালবাসার চুম্বন' (Kiss of Love) নামের এই ইভেন্টির আয়োজন করেছেন কেরালারই কিছু যুবক যুবতী। আগামী রবিবার আবালবৃদ্ধবনিতাকে মেরিন ড্রাইভে সর্বসমক্ষে চুম্বনের মাধ্যমে নিজেদের ভালবাসা প্রকাশের ডাক দিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই অন্তত ২,৫০০ জন এই ভালবাসার বিদ্রোহে অংশগ্রহণ করার সম্মতি জানিয়েছেন। ফেসবুকে এই ইভেন্ট পেজটিতে লাইকের সংখ্যা ৭,০০০ ছাপিয়ে গেছে। এই ইভেন্টযে এতটাও সাড়া জাগাবে সেটা আশাই করেননি খোদ আয়োজকরাও।

ফেসবুকে অনেকে জানিয়েছেন তাঁদের সঙ্গী না থাকার জন্য এই প্রতিবাদে অংশগ্রহণ করতে না পারলেও তাঁদের পূর্ণ সমর্থন রয়েছে।

আয়োজকরা জানিয়েছেন কোন নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিবাদ তাদের জেহাদ নয়। কিন্তু কারোর ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোকে তাঁরা কোনও ভাবেই বরদাস্ত করবেন না।

ভারতীয় পিনাল কোডের ২৯৪ ধারা অনুযায়ী জনসমক্ষে অশালীন আচরণ শাস্তিযোগ্য। কিন্তু নগ্নতা ছাড়া কোনটা অশালীন আচরণ হিসাবে গণ্য হবে তার সষ্ট ভাবে কোথাও বলা নেই।

আয়োজকরা দাবি করেছেন বহু উগ্র ডানপন্থী সংগঠন ইতিমধ্যেই তাঁদের হুমকি দিতে শুরু করেছে। আয়োজকদের পক্ষ থেকে প্রশাসনের কাছে রাহুল পুলিসি নিরাপত্তার আবেদন করেছেন।

 

 

.