''পয়গম্বরকে অপমান করলে ধড় আর মাথা আলাদা হয়ে যাবে'', ফের হুমকি দিয়ে দেওয়াল লিখন

এমন দেওয়াল লিখন ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে শহরজুড়ে।

Updated By: Nov 29, 2020, 04:56 PM IST
''পয়গম্বরকে অপমান করলে ধড় আর মাথা আলাদা হয়ে যাবে'', ফের হুমকি দিয়ে দেওয়াল লিখন

নিজস্ব প্রতিবেদন- ৭২ ঘণ্টার মধ্যে ফের বিতর্কিত দেওয়াল লিখন। কর্ণাটকের ম্যাঙ্গালোরে কে বা কারা এমন কাজ করছে! তিনদিন আগে একটি সার্কিট হাউসের দেওয়ালে কেউ বা কারা লিখে দিয়ে গিয়েছিল, সঙ্ঘিদের ঠেকাতে লস্কর বা তালিবানকে আমন্ত্রণ জানানো হবে। সেই দেওয়াল লিখন ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল। ম্যাঙ্গালোরে ফের কেউ বা কারা বিতর্কিত বক্তব্য দেওয়ালে লিখে দিয়ে গেল। এবার লেখা হয়েছে, পয়গম্বর মহম্মদের অপমান করলে ধড় থেকে মাথা আলাদা করে দেওয়া হবে। স্বাভাবিকভাবেই এমন দেওয়াল লিখন ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে শহরজুড়ে।

“গুস্তাক এ রাসুল কি এক হি সাজা, সার তন সে জুদা।” এমনটাই লেখা ছিল দেওয়ালে। শনিবার রাতের অন্ধকারে কেউ বা কারা এমন হুমকি দেওয়ালে লিখে দিয়ে গিয়েছে বলে মনে করছে পুলিস। দিন তিনেক আগে ম্যাঙ্গালোরে ‘লস্কর জিন্দাবাদ’লেখা হয়েছিল দেওয়ালে। সেইসঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যদের শায়েস্তা করতে লস্কর বা তালিবানি জঙ্গিদের আমন্ত্রণ জানানোর উল্লেখও করা হয়েছিল। একের পর এখ দেওয়াল লিখন হচ্ছে কর্ণাটকের এই শহরজুড়ে। পুলিস তদন্তে নেমেছে। তবে এখনও কাউকে আটক করতে পারেনি। দুদিনই দেওয়াল লিখন মুছে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

আরও পড়ুন-  অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর তীরে মিলছে দেদার সোনা, কুড়োতে ভিড় স্থানীয়দের

কিছুদিন আগে পয়গম্বর মহম্মদের কার্টুন আঁকায় ফ্রান্সে এক শিক্ষকের গলা কেটে খুন করেছিল জঙ্গিরা। তা নিয়ে গোটা বিশ্বে হইচই পড়ে গিয়েছিল। সেই ঘটনায় আইসিস জঙ্গিদের হাত রয়েছে বলে মনে করেছিল ফ্রান্সের প্রশাসন। একই ধাঁচে এবার হুমকি লেখা হল ম্যাঙ্গালোরে। আর তাই এখানেও আইসিস যোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আতঙ্ক ছড়িয়েছে শহরজুড়ে।

.