মহিলাদের অকারণে মিস কল দিলে এবার থেকে টানতে হতে পারে জেলের ঘানি
কারণে, অকারণে মহিলাদের মিস কল দেওয়াটা কি আপনার অভ্যেস? তাহলে এবার থেকে সাবধান হন। বিহারে মহিলাদের মিসড কল দিলে এবার থেকে জেলের ঘানি টানতে হতে পারে।
পাটনা: কারণে, অকারণে মহিলাদের মিস কল দেওয়াটা কি আপনার অভ্যেস? তাহলে এবার থেকে সাবধান হন। বিহারে মহিলাদের মিসড কল দিলে এবার থেকে জেলের ঘানি টানতে হতে পারে।
বিহারের সিআইডি ইন্সপেক্টর জেনেরাল অরবিন্দ পান্ডে মঙ্গলবার সার্কুলার জারি করে সমস্ত এসপি ও জিআরপি এসপি-দের জানিয়েছেন এই ধরণের অভিযোগ এলে দ্রুত তদন্ত করে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
অরবিন্দ পান্ডে জানিয়েছেন ''মহিলাদের বার বার মিস কল দেওয়া একটি অতন্ত্য গুরুত্বপূর্ণ বিষয়। এর ফলে কোনও মহিলাদের মানসিক শান্তি যেমন নষ্ট হয় তেমনই তাঁরা নিজেদের অসুরক্ষিত মনে করতে পারেন। আমরা ঠিক করেছিল আইপিসি-এর ৩৫৪ ডি (i) ও (ii) ধারায় এই অভ্যাসকে অপরাধ হিসেবে গণ্য করব।''
যদিও অরবিন্দ পান্ডে জানিয়েছেন একবার, দু'বার মিস কল দিলে সেটাকে অগ্রাহ্য করা হবে। কিন্তু কেউ যদি কোনও মহিলাকে বিরক্ত করার লক্ষ্যে বারবার মিস কল দিতে থাকে এবং কেউ যদি তা নিয়ে অভিযোগ জানান সেক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন।