রাজ্যসভা মুলতুবি হলেও, লোকসভায় জিএসটি বিল পাশে মরিয়া মোদী সরকার

শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন। প্রথমেই কাশ্মীরে নিহত সেনাকর্মীদের শ্রদ্ধা জানিয়ে এই দিনের মত মুলতুবি হয়ে যায় রাজ্যসভা।

Updated By: Nov 26, 2015, 02:14 PM IST
রাজ্যসভা মুলতুবি হলেও, লোকসভায় জিএসটি বিল পাশে মরিয়া মোদী সরকার

ওয়েব ডেস্ক: শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন। প্রথমেই কাশ্মীরে নিহত সেনাকর্মীদের শ্রদ্ধা জানিয়ে এই দিনের মত মুলতুবি হয়ে যায় রাজ্যসভা।

তবে লোকসভা সচল থাকলেও, অসহিষ্ণুতা এবং পণ্য পরিষেবা কর বিল নিয়ে অধিবেশন উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। তবে সুষ্ঠু ভাবে অধিবেশন চালাতে সব বিতর্কিত ইস্যুতেই বিরোধীদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস আগেই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ চলতি অধিবেশনে জিএসটি বিল পাস করাতে মরিয়া নরেন্দ্র মোদী সরকার। যদিও বিল পাশ হবে কি না, তা অনেকটাই নির্ভর করছে GST বা পণ্য পরিষেবা করের হার কম রাখা নিয়ে ঐক্যমত্যে পৌছনোর ওপর। কংগ্রেস চায় জিএসটির হার ১৮ শতাংশ বা তার আশেপাশে বেঁধে দিক কেন্দ্র। জিএসটি বিল পাশে প্রথম থেকেই নৈতিক সমর্থন থাকা তৃণমূলও করের হার বেশি উঁচুতে না রাখার পক্ষে। বিশেষজ্ঞরা মনে করেন, জিএসটি বিল পাশ হলেই এক লাফে ২ শতাংশ বেড়ে যেতে পারে বৃদ্ধির হার।

.