ওমান সফরের শেষ দিন মন্দির-মসজিদে নমো

৩০০ বছরের প্রাচীন শিব মন্দির ও ৩ লক্ষ টন ভারতীয় বালিপাথরে তৈরি সুলতান কাবুস মসজিদও ঘুরে দেখবেন ভারতের প্রধানমন্ত্রী।

Updated By: Feb 12, 2018, 10:06 AM IST
ওমান সফরের শেষ দিন মন্দির-মসজিদে নমো

নিজস্ব প্রতিবেদন: পশ্চিম এশিয়ায় ত্রিদেশীয় সফরের শেষ দিন সোমবার ওমানে ৩০০ বছরের প্রাচীন শিব মন্দির দর্শন করতে যাবেন মোদী। আর এরপরই ৩ লক্ষ টন ভারতীয় বালিপাথরে তৈরি সুলতান কাবুস মসজিদও ঘুরে দেখবেন ভারতের প্রধানমন্ত্রী। সব শেষে ওমানের বিভিন্ন বাণিজ্যিক সংস্থার মুখ্য অধিকর্তাদের সঙ্গে বৈঠক সারবেন নমো।

আরও পড়ুন- আবুধাবিতে প্রথম মন্দিরের শিলান্যাস করলেন নমো

রবিবার ওমানের সুলতান কাবুস বিন সঈদ আল সঈদের সঙ্গে মোদীর দীর্ঘ আলাপচারিতার পর দুই দেশের মধ্যে ৮টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শক্তি, প্রতিরক্ষা, নিরাপত্তা, খাদ্য এবং বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও বিনিয়োগ মজবুত করার বিষয়ে রাষ্ট্রপ্রধানদের মধ্যে আলোচনা হয়েছে। আইন এবং বিচার সংক্রান্ত বিষয়ে মৌ স্বাক্ষরিতও হয়েছে।

এদিন, ওমানের শ্রীবৃদ্ধিতে 'সত্ ও পরিশ্রমী' ভারতীয় পেশাদারদের অবদানের কথা স্বীকার করেছেন সুলতান।

.