এবার কেরলে বর্ষা ঢুকবে ৬ জুন, উত্তরপূর্ব ভারতে বৃষ্টি হবে স্বাভাবিকের থেকে কম
বৃষ্টি কম হলে ভারতের অর্থনীতিতে তার প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে
নিজস্ব প্রতিবেদন: এবছর সামান্য দেরিতেই দেশে ঢুকছে বর্ষা। দিল্লির আবহাওয়া দফতরের মতে এবার ৬ জুন কেরলে ঢুকে যাবে বর্ষা।
সাধারণভাবে জুনের ২ তারিখের মধ্যে দেশে বর্ষা ঢুকে যায়। ফলে এবার বর্ষা ঢুকছে একটু দেরিতে। তবে আবহাওয়া দফতরের তরফে এও জানিয়ে দেওয়া হয়েছে, বর্ষা ঢোকার তারিখে ৪ দিন হেরফের হতে পারে।
আরও পড়ুন-ডেকরেটর্সকে মারধর, ভাঙল স্টেজ; বাতিল যোগী আদিত্যনাথের বিটি রোডের সভা
বেরসকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা স্কাইমেট দাবি করেছিল এবছর ৪ জুন দেশে বর্ষা প্রবেশ করবে। রাজধানীতে তা গিয়ে পৌঁছাবে ২৯ জুন। পূর্ব ও উত্তরপূর্ব ভারতে এবার বৃষ্টি কম হবে। তুলনায় দক্ষিণ ভারত ও পশ্চিম ভারতে এবার ভালো বৃষ্টি হবে। বৃষ্টি কম হয়ে ভারতের অর্থনীতিতে তার প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন-'জেলে আমার উপর অত্যাচার করা হয়েছে,' মুক্তির পরই বিস্ফোরক বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা
এবার যদি দেশে মৌসুমি বায়ু ঢুকতে দেরি হয় তাহলে ২০১৪ সালের পর থেকে এনিয়ে তিনবার এই ধরনের ঘটনা ঘটবে। ২০১৮ সালে দেশে বর্ষা ঢুকেছিল অনেকটাই আগে। গত বছর তা কেরলে এসেছিল ২৯ মে। কিন্তু বৃষ্টি হয়েছিল স্বাভাবিকের থেকে কম।